বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
চৌদ্দগ্রামে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কৃত করলেন পৌর প্রশাসক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৪ এএম |




চৌদ্দগ্রাম প্রতিনিধি: পূর্ব ঘোষণা অনুযায়ী চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা চ্যাম্পিয়ন ও রানাসআপ দলকে পুরষ্কৃত করেছে চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এ উপলক্ষে বুধবার বিকেলে পৌরসভা হল রুমে দুই দলের হাতে উপহার স্বরূপ চেক তুলে দেন তিনি। এরআগে গত ৭ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হয়ে পুরষ্কার বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ দুই দলকে চৌদ্দগ্রাম পৌরসভার পক্ষ থেকে পুরষ্কারের ঘোষণা দেন। বুধবার দুই দলের খেলোড়ার, কর্মকর্তা ও চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাইদুর রহমানের উপস্থিতিতে ঘোষিত পুরষ্কার প্রদান করা হয়। দুই দলের খেলোয়াড় কর্মকর্তার উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বর্তমানে বেশিরভাগ কিশোর, যুবক প্রত্যেকের হাতে হাতে মোবাইল ডিভাইস চলে আসায় সবাই খেলাধুলা বিমুখ হয়ে গেছে। এমন সময়ে চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব একটি প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরো বেশি করে খেলাধুলা আয়োজনে উৎসাহিত করতে হবে। উপজেলা পর্যায় একটি ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক দেখে আমি অভিভূত। উভয় দলের খেলোয়ার কর্মকর্তা দর্শকরা যেভাবে ডাক ডোল পিটিয়ে খেলা উপভোগ করছে সেটি স্মরণীয় হয়ে থাকবে। খেলাধুলায় শরীর সুস্থ থাকে, যুবকরা মাদক ও ডিভাইস আসক্তি থেকে মুক্ত থাকতে পারে। এসময়  তিনি চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ সংস্কারে পৌরসভা টিআর কাবিখা থেকে ১ লাখ ৭০ হাজার টাকা উন্নয়ন বরাদ্দের কথা জানান।
পৌর নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের পরিচালক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান শামীম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ও ফালগুনকরা এফডিসি ক্রিয়া চক্রের পরিচালক মোশারফ হোসেন ভূঁইয়া, চান্দিশকরা ফ্রেন্ডস  ক্লাবের সভাপতি ডাঃ কামরুল হাসান, চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা কামাল উদ্দিন পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন এফডিসি ক্রিয়া চক্রের পরিচালক সাংবাদিক আবু বকর সুজন, শাহজালাল ভূঁইয়া, মোঃ সোহাগ, চান্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা আবদুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ জুয়েল প্রমুখ।












সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২