লাকসামে ব্র্যাক বন্যা-দুর্গত পরিবারের জন্য জরুরি ত্রাণ ও সহায়তা প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ (ফেব্রুয়ারী) সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক কামরুল হাসান জিলানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রাক এনজিও’র ডিপিএইচই সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহসহ ও তিন ইউনিয়নের ইউপি সচিববৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জানায়, ব্রাক এনজিও পর্বাঞ্চলিয় বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের বহুমুখী কাজের জন্য ৭৩০টি পরিবারকে ৫ হাজার টাকা হারে অর্থ সহায়তা প্রদান। বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৫০টি পরিবারের বসত ঘর মেরামতের উপকরণ হিসাবে ঢেউ টিন ক্রয় ১৭ হাজার ১শত ও জরুরী মেরামত সহায়তা বাবদ ৩ হাজার টাকাসহ মোট ২০ হাজার ১শত টাকা।
এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৫০টি পরিবারের নলকুপ স্থাপন ও প্লাটর্ফম সংস্কার ও পানির আর্সেনিক যাচাই বাবদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বক্তরা আরও জানায় ব্রাক সফলভাবে বাংলাদেশে বন্যা-আক্রান্ত পরিবারের মাঝে জরুরী ত্রাণ ও সহায়তার জন্য প্রকল্প সমাপনী সভা সমাপ্ত করেছে,যা দুর্বল সম্প্রদায়ের উন্নতির জন্য আমাদের প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে।
এ জন্য সমস্ত স্টেকহোল্ডার, অংশীদার এবং সম্প্রদায়ের সদস্যদের তাদের অমূল্য অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।