কুমিল্লায়
র্যাব-পুলিশের যৌথ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করা
হয়েছে। গ্রেফতার দু’জনই সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের সমর্থক। ১২
ফ্রেব্রুয়ারী জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার
করা হয়।
র্যাব জানিয়েছে, কুমিল্লা জেলার কোতয়ালী থানার সুজানগর এলাকায়
অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সানাউল্লাহ হোসেন (২৫) কে
গ্রেফতার করা হয় । সানাউল্লাহ কোতয়ালী থানার সুজানগর গ্রামের মো: আমির
হোসেনের পুত্র। সে সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের ভাতিজা ও কুমিল্লা
জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল হক সিহানুকের সক্রিয় কর্মী। অপরজন কোতয়ালী
থানার কাপ্তানবাজার ৪নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন আহম্মেদ
(৪৮) । আলাউদ্দিন কাপ্তান বাজার এলাকার মো: সলিমুল্লাহর পুত্র। র্যাব
প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে তারা উভয়েই আওয়ামীলীগের লিফলেট বিতরণ ও
নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব
তাদের দুজনকে আটক করেছে।
র্যাবের উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে:
কমান্ডার মাহমুদুল হাসান জানান, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন
অপরাধের তথ্য উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে
কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য
র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী,
ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে
র্যাব-নিয়মিত অভিযান পরিচালনা করে।