রাত ১টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এর সাত ঘণ্টা আগে সহ-অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে জানাল বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সহকারী হিসেবে থাকবেন মেহেদি হাসান মিরাজ।
ঘটা করে সহ-অধিনায়কের নাম ঘোষণা করা অবশ্য বাংলাদেশের ক্রিকেটে বিরলই। সহ-অধিনায়ক ছাড়াই সিরিজের পর সিরিজ খেলার নজির আছে অনেক। সেদিক থেকে এবার একটু ব্যতিক্রমই বলতে হবে।
মিরাজের এই দায়িত্ব পাওয়ায় অবশ্য বিস্ময়ের কিছু নেই। গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে শান্ত ছিটকে পড়ার পর নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। পরে শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেও অধিনায়কের দায়িত্ব পালন করেন এই অলরাউন্ডার।
নেতৃত্বের অভিষেকে আফগানদের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেন মিরাজ। ক্যারিবিয়ান সফরে তিন ওয়ানডের দুটিতে তার ব্যাট থেকে আসে ৭৪ ও ৭৭ রানের ইনিংস। নেতৃত্বের এই চার ম্যাচে বল হাতে তার উইকেট দুটি।
শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্টেও মিরাজ ছিলেন বাংলাদেশের অধিনায়ক।
সহ-অধিনায়কের আনুষ্ঠানিক দায়িত্বও মিরাজের জন্য প্রথম নয়। শান্তর ‘ডেপুটি’ হিসেবেও আগে দেখা গেছে।
নেতৃত্বে এই দুজনের সংযোগ অবশ্য আরও অনেক পুরোনো। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় হওয়ায় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মিরাজ, সহ-অধিনায়ক ছিলেন শান্ত। মিরাজ নেতৃত্ব দিয়েছিলেন ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকেও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দুবাইয়ে।