বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
যুক্তরাষ্ট্রের লিগেও দল হারালেন সাকিব
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৭ এএম আপডেট: ১৬.০২.২০২৫ ১:৪০ এএম |



 যুক্তরাষ্ট্রের লিগেও দল হারালেন সাকিব
সময়টা একেবারেই পক্ষে নেই সাকিব আল হাসানের জন্য। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে অলরাউন্ডার সাকিব এখন শুধুই ব্যাটার। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর পার করে দেয়া সাকিব। জাতীয় দলের দরজাটাও একপ্রকার বন্ধই হয়ে গিয়েছে। নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।  
এবারে যুক্তরাষ্ট্রের দলেও নিজের জায়গা হারালেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেই তালিকায় বাদ পড়েছেন সাকিব আল হাসান। 
প্রথম আসরে দলটির হয়ে চার ম্যাচে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছিলেন তিনি। বেশ কিছু ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছিল দলটি। সন্তোষজনক পারফরম্যান্স করতে না পারায় এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স।
শুধু সাকিবই নন, দলে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা। যদিও রিটেনশনে লস অ্যাঞ্জেলসের দলে থেকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসন।
এছাড়া একঝাঁক দেশি তথা মার্কিন তারকাকে ধরে রেখেছে দলটি। আলী খান, নীতিশ কুমার, উন্মুক্ত চাঁদরা এই তালিকায় বড় নাম। 
২০২৪ সালের ৭ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর থেকেই কিছুটা বিতর্কিত হয়ে পড়েন তিনি। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আরও বিপাকে পড়েন সাকিব। একাধিক মামলা ও অর্থ জরিমানার কারণে দেশ থেকে দূরেই থাকতে হচ্ছে তাকে।












সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২