চ্যাম্পিয়ন্স
ট্রফি ফিরছে ৮ বছর পর। বাংলাদেশও ফিরছে মিনি বিশ্বকাপের আসরে। ২০২৩
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সময়ের ম্যাচে জয়ের পর মিনি বিশ্বকাপে
নিজেদের জায়গা নিশ্চিত করেছে টাইগাররা। সাম্প্রতিক ওয়ানডে ফর্মটা খুব একটা
সঙ্গ না দিলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কের কণ্ঠে ছিল চ্যাম্পিয়ন
হওয়ার প্রত্যাশা।
বর্তমানে সেই আসরকে সামনে রেখে বাংলাদেশ দল অবস্থান
করছে দুবাইয়ে। যেখানে তাদের জন্য আসরের প্রথম ম্যাচে অপেক্ষা করছে দুইবারের
চ্যাম্পিয়ন ভারত। মূল আসরের আগে সেখানে একটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ
খেলবে। বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ শনিবার দুবাই থেকে নিজেদের অবস্থা
জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
প্রথম দিনের অনুশীলন পর্ব শেষে
তানজিম সাকিব বলেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম
নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর
আরও ভালো লাগছে।’
প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তার মন্তব্য,
‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট
সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে
করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’
তানজিম সাকিব আরও
বলেন, ‘আমাদের প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে। প্রথমে জিম করলাম। পরে
নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং - সব বিভাগই আমরা করেছি।
খুব ভালো অনুভূত হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে। সব মিলিয়ে আজকের
অনুশীলনের পর খুব ভালো অনুভূতি।’