বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
সাবিনাদের শেষ সুযোগ
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৭ এএম আপডেট: ১৬.০২.২০২৫ ১:৪১ এএম |


 সাবিনাদের শেষ সুযোগনিজেদের অবস্থানে অটল বিদ্রোহী ১৮ ফুটবলার। বাফুফের আহ্বানে সাড়া না দিয়ে পিটার বাটলারের অধীনে অনুশীলন বর্জন অব্যাহত আছে তাদের। বাফুফে সাবিনাদের জন্য দরজা খোলা রাখলেও তাদেরকে বাইরে রেখেই ৩৭ ফুটবলারের সাথে চুক্তি করেছে। বাফুফে থেকে বিদ্রোহী ফুটবলারদের জানিয়ে দেওয়া হয়েছে, তারা অনুশীলনে ফিরলেই তাদের সাথে চুক্তি করা হবে।
এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে ১৫ জানুয়ারি শুরু হয়েছে নারী ফুটবলের ক্যাম্প। এক মাস হয়ে গেছে অনুশীলনে নেই সাবিনাসহ ১৮ ফুটবলার। ক্যাম্প শুরুর পর থেকে ক্যাম্পে বিদ্রোহের গুমোট ভাব শুরু হলেও বিস্ফোরিত হয় ৩০ জানুয়ারি। ওই দিন সন্ধ্যায় এক সাথে ১৮ ফুটবলার বাফুফে ভবনের নিচে নেমে সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়ে দেন, পিটার বাটলারের অধীনে তারা অনুশীলন করবেন না। প্রয়োজনে ফুটবল ছেড়ে দিয়ে চলে যাবেন।
এর পর অনেক জল গড়িয়েছে। সেটা সবার জানা। বিশেষ কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও মেয়েদের সাথে কথা বলেছেন। দুইবার কথা বলেছেন অধিনায়ক সাবিনা খাতুনের সাথে। অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
২৪ ফেব্রুয়ারি আরব আমিরাত যাওয়ার কথা নারী ফুটবল দলের। সেই সফরের জন্য আজ (১৫ ফেব্রুয়ারি) দল ঘোষণার কথা ছিল কোচ পিটার বাটলারের। দল ঘোষণাও পিছিয়ে গেছে। বাফুফে যে এখনো তাকিয়ে আছে সাবিনাদের দিকে।
সাবিনাদের সামনে এখন শেষ সুযোগ। এটা নিশ্চিত যে, কোচ পিটার বাটলারকে বাদ দেওয়ার বিষয়ে যে সাবিনাদের দাবি, তা মেনে নেবে না বাফুফে। বল এখন পুরোপুরি সাবিনাদের কোর্টে। সেই কথাটিই আরেকবার বিদ্রোহীদের জানিয়ে দিতে যাচ্ছে বাফুফে। রোববার মেয়েদের সাথে আবার বসবেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। সাবিনাদের অনুশীলনে ফেরার আরেকবার আহ্বান জানাবেন তিনি।
৩৭ ফুটবলারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিপত্র তৈরি বিদ্রোহী ১৮ ফুটবলারেরও। তারা অনুশীলনে যোগ দিলেই সেগুলো স্বাক্ষর হয়ে যাবে। এ কথাগুলোই মেয়েদের জানিয়ে দেবে কিরণ।
বিদ্রোহী মেয়েরা অনুশীলনে ফিরলেও আরব আমিরাত সফরের দলে তাদের জায়গা পাওয়ার সম্ভাবনা কম। কারণ, তারা অনুশীলনে নেই এক মাস ধরে। এক সপ্তাহের অনুশীলনে আন্তর্জাতিক ম্যাচে খেলা সম্ভব না। সাবিনারা তো অনুশীলনে নেই সাফের পর থেকেই। সেই হিসাব পরে। সাবিনারা নিজেদের অবস্থান থেকে সরে আসে কিনা, সেটাই বড় প্রশ্ন। হতে পারে রোববারই নারী ফুটবলের অচলাবস্থার চূড়ান্ত সমাধান। হয় সাবিনারা ফিরবেন, না হয় বিদায়।












সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২