বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
র‌্যাবের অভিযানে ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতা গ্রেফতার
বশিরুল ইসলাম:
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩০ এএম আপডেট: ১৬.০২.২০২৫ ১:৪৩ এএম |




 র‌্যাবের অভিযানে ছাত্রলীগ ও  আওয়ামীলীগ নেতা গ্রেফতার  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৩ ফেব্রুয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার বাজার ও কোয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ছাত্রলীগ কর্মী মো: কামরুল হাসান রিয়াদ (৩১) ও আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন (৪৫)। 
র‌্যাব সুত্রে জানা যায়,মোঃ কামরুল হাসান রিয়াদ চাঁদপুর জেলার কচুয়া থানার সুয়ারুল গ্রামের আব্দুর রব পাঠানের পুত্র এবং বিল্লাল হোসেন একই থানার কোয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র। কামরুল হাসান কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাচার ডিগ্রি কলেজের সাবেক সভাপতি এবং বিল্লাল কচুয়া পৌর ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা উভয়েই লিফলেট বিতরণ ও নাশকতা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাবের উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে।  জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে। 
এছাড়াও গত ১বছরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৮টি মাদক মামলায় ২৬৪ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব। ২ টি বিদেশী পিস্তল, ২ টি এলজি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  ৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী, ১৫ জন চাঞ্চল্যকর অপরাধী, ৯ জন ডাকাত, ৪০ জন কিশোর গ্যাং, ১৪ জন মৃত্যুদন্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, ২৮ জন চাঁদাবাজ’সহ বিভিন্ন মামলার সর্বমোট ৪৭৬ জন আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয় র‌্যাব।















সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২