নিষিদ্ধ
সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। ১৩
ফেব্রুয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার বাজার ও কোয়া এলাকা থেকে
তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ছাত্রলীগ কর্মী মো: কামরুল
হাসান রিয়াদ (৩১) ও আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন (৪৫)।
র্যাব সুত্রে
জানা যায়,মোঃ কামরুল হাসান রিয়াদ চাঁদপুর জেলার কচুয়া থানার সুয়ারুল
গ্রামের আব্দুর রব পাঠানের পুত্র এবং বিল্লাল হোসেন একই থানার কোয়া গ্রামের
নুরুল ইসলামের পুত্র। কামরুল হাসান কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ
সম্পাদক ও সাচার ডিগ্রি কলেজের সাবেক সভাপতি এবং বিল্লাল কচুয়া পৌর ০৩ নং
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা উভয়েই লিফলেট বিতরণ ও নাশকতা
কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলার কচুয়া থানায়
হস্তান্তর করা হয়েছে।
র্যাবের উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে:
কমান্ডার মাহমুদুল হাসান জানান, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন
অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে
নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায়
আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে। জঙ্গি,
অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে
গ্রেফতারের লক্ষ্যে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে।
এছাড়াও গত
১বছরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৮টি মাদক মামলায় ২৬৪ জন মাদক
ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব। ২ টি বিদেশী পিস্তল, ২ টি এলজি ও বিপুল
পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী, ১৫ জন
চাঞ্চল্যকর অপরাধী, ৯ জন ডাকাত, ৪০ জন কিশোর গ্যাং, ১৪ জন মৃত্যুদন্ড ও
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, ২৮ জন চাঁদাবাজ’সহ বিভিন্ন মামলার সর্বমোট
৪৭৬ জন আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয় র্যাব।