দাউদকান্দিতে
অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার
সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলার ঘটনায় দুই নারীকে
গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জ
দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের
সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম।
এই সময় দূর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে
ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন, অফিস সহকারী মনির
হোসেন, উপজেলা ভূমি কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান, অফিস সহকারী
সালাহ উদ্দিন, আলী হোসেন, দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ মহসীন,
কনস্টেবল আতিকুল ইসলাম, আফসার উদ্দিন, জহিরুল ইসলাম ও সজল কুমার দাসের উপর
হামলা চালিয়ে মারাত্মক আহত করে।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ভূমি
কর্মকর্তা জয়নাল আবেদীন, অফিস সহকারী মনির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে এবং দাউদকান্দি থানার সাব-ইন্সপেক্টর মোঃ মহসীন হোসেনকে গৌরীপুর
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন
হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যন্য আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক
চিকিৎসাসেবা দেওয়া হয়।
এই হামলার ঘটনায় উপজেলা ভূমি কার্যালয়ের সায়রাত
সহকারী শাহাদাৎ হাসান বাদী হয়ে ২০ জন নামধারী এবং ১৫/২০ জনকে অজ্ঞাত করে
দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
দাউদকান্দি মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতে
হামলার ঘটনায় মামলার এজারভুক্ত আসামি সেলিনা আক্তার ও সাথী আক্তার নামের
দুই নারীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।