চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আতিক নামে এক
এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় র্যাব ও পুলিশ পৃথক অভিযান
চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন; পৌর এলাকার
সোনাকাটিয়া গ্রামের মৃত জুনাব আলীর ছেলে জয়নাল আবেদীন ও মৃত নোয়াব আলীর
ছেলে মোঃ হোসেন। তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক
মাহমুদুল হাসান ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল
উদ্দিন আহমেদ।
র্যাব ও পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম
পৌরসভার সোনাকাটিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থী মোঃ
আতিক খুন হয়। ভিকটিম আতিকের বন্ধু সজীবের সাথে স্থানীয় প্রবাসী জনৈক
ব্যক্তির মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত অক্টোবর মাসে তারা পালিয়ে বিয়ে
করে। পরবর্তীতে মেয়ের মা ভিকটিমের বন্ধু সজীবসহ ১০ জনকে আসামী করে থানায়
একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে বিজ্ঞ আদালতের
মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করে। এনিয়ে দুই পরিবারের মধ্যে চরম
উত্তেজনা চলমান ছিল। এরই জের ধরে কয়েকজন ব্যক্তি ঘটনার দিন রাতে দোকানের
এসএসসি পরীক্ষার্থী মোঃ আতিককে লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত
করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন
ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য
রাজারবাগ বিএনটেক হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানেই ভিকটিম চিকিৎসাধীন
অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় আতিকের বাবা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ
করে ৫-৬ জন অজ্ঞাতনামাসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
হত্যাকান্ডটি চাঞ্চল্যকর হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করে র্যাব
তথ্য-প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের একেখান বাসস্ট্যান্ড থেকে জয়নাল
আবেদীন ও থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ হোসেনকে গ্রেফতার করে।
চৌদ্দগ্রাম
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন,
‘চাঞ্চল্যকর এ হত্যাকান্ডটির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পুলিশ ও র্যাব
অভিযান চালিয়ে জয়নাল আবেদীন ও হোসেনকে গ্রেফতার করে। তারা প্রাথমিক
জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে জড়িত রয়েছে মর্মে স্বীকার করেছে। শনিবার দুপুরে
আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।