কুমিল্লা
রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় গতকাল সোমবার বিকেলে অগ্নিকাণ্ড একটি আবাসিক
রেষ্টহাউজ ও সহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০
লক্ষ হাজার টাকা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল্লা আল মামুন জানান,
স্টেশন সংলগ্ন মর্ডান আবাসিক নামের একটি রেস্টহাউজ থেকে বিকেল পৌরেন চারটার
দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
একে একে পুনিল ঘোষ কেবিন সেজান টেলিকম ও সৈকত স্টোর আগুনে পুড়ে যায়। আগুন
দেখে স্থানীয়রা এসে নেভানোর চেষ্টা চালায় পাশাপাশি ফায়ার সার্ভিস খবর দিলে
কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা চলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আরো জানান মর্ড়ান রেষ্টহাউজটি একেবারে পুরে যায়।
এছাড়াও অগ্নিকাণ্ডে পুনিল ঘোষ কেবিন ছয় লক্ষাধিক টাকা সেজান টেলিকম দেড়
লক্ষ টাকা এবং সৈকত স্টোরের ২ লক্ষ দিক টাকার মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত
হয়।