শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫
৯ ফাল্গুন ১৪৩১
কুমিল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তার
শাহীন আলম, দেবিদ্বার
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৩ পিএম আপডেট: ১৮.০২.২০২৫ ১২:৪৫ পিএম |

কুমিল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের  সাধারণ সম্পাদক রুবেল গ্রেপ্তারডেভিল হ্যান্ট অভিযানে কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
এর আগে সোমবার দিবাগত রাত দেড়টায় তার নিজ এলাকা দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া থেকে তাকে আটক করা হয়। 
গ্রেপ্তার সাইফুল ইসলাম রুবেল (২৮) ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য মো.আবুল কালাম আজাদের  একান্ত ঘনিষ্ট সহচর বলে পরিচিত।  
পুলিশ জানায়, সাইফুল ইসলাম রুবেল গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেবিদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও পৌরসভার ভিংলাবাড়ি এলাকার সাব্বির হোসেন হত্যাসহ এজহার নামীয় একাধিক মামলার আসামী। এছাড়াও তার বিরুদ্ধে একই দিনে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সাইফুল ইসলাম রুবেল প্রথমে দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের একান্ত সহকারী (পিএস) ছিলেন। পরে আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রুবেলকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে বসান।  
জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর থেকে সাইফুল ইসলাম রুবেল পলাতক ছিলেন। এরপর তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ও ড. মোহাম্মদ ইউনুসসহ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।    
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সাইফুল ইসলাম রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক। তাকে নিরাপত্তা জনিত কারণে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দের মাধ্যমে ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হবে।


 












সর্বশেষ সংবাদ
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
কুমিল্লার আবুল ফজল মীরসহ ১৮’র নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
একশো বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে: মামুনুল হক
স্বচ্ছ ব্যালটে কাউন্সিলরদের ভোটে নির্বাচিতহবে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্বচ্ছ ব্যালটে কাউন্সিলরদের ভোটে নির্বাচিতহবে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব
কুমিল্লার আবুল ফজল মীরসহ ১৮’র নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
প্রেমিকা নিয়ে ছেলে উধাও, পিতার লাশ ঝুলছে গাছে!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২