কুমিল্লার চান্দিনায় ব্যাংক থেকে নিলামে জায়গা কিনে বিপাকে
পড়েছেন দুই ক্রেতা। ঋণখেলাপীর একের পর এক মামলায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
ঋণখালাপী মো. শাহজাহানকে মামলাবাজ দাবি করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের
মাধ্যমে সমাধান চান ভুক্তভোগীরা।
ভুক্তভোগী রিপন চন্দ্র মোদক ও মো. মনির
হোসেন নামের দুই ব্যক্তি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে চান্দিনার একটি
রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ওই দাবি করেন। লিখিত বক্তব্যে তারা বলেন- ২০১৮
সালের ১৩ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় সোস্যাল ইসলামী ব্যাংক প্রাইভেট
লি. এর ‘বন্ধকীয় সম্পত্তির বিক্রয় নিলাম’ বিজ্ঞপ্তি দেখে ওই ব্যাংকের
ইলিয়টগঞ্জ শাখা ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে জানতে পারি, চান্দিনা বাজার
এলাকায় একটি পুকুরের অংশ যাহা বর্তমানে দোকান ভিটি ও পরিমাণ ৩.৮১ শতাংশ
বিক্রি করা হবে। আমরা ব্যাংক ব্যবস্থাপকের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে
ব্যাংকের ঋণ খেলাপী ব্যক্তি মো. শাহজাহান এর সাথে যোগাযোগ করে নিলামের
বৈধতা যাচাই করি এবং তার সম্মতি নিয়ে নিলামে অংশ নেই। সেখানে সর্বোচ্চ
দরদাতা হিসেবে আমরা জায়গাটি সাব কাবলা দলিলের মাধ্যমে খরিদ করে ভোগ দখল করি
এবং নিজ নামে নামজারী করি। পরবর্তীতে ঋণখেলাপী মো. শাহজাহান ব্যাংক এবং
আমাদের বিবাদী করে আদালতে একে একে চারটি মামলা দায়ের করে। প্রত্যেকটি
মামলায় আমাদের পক্ষে রায় আসে। তারপরও আমরা ওই মামলাবাজের হয়রানির কবল থেকে
রক্ষা পাচ্ছি না।
এবিষয়ে ঋণ খেলাপী মো. শাহজাহানের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে ওই ঘটনায় চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা ।
এব্যাপারে
চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম.এ লতিফ জানান, অভিযোগের
প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে
বলা হয়েছে।