বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
দাউদকান্দিতে আহত ৩০
ঘন কুয়াশায় ১৩ যানবাহনের সংঘর্ষ
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪১ এএম আপডেট: ১৯.০২.২০২৫ ১:৪৯ এএম |


ঘন কুয়াশায় ১৩ যানবাহনের সংঘর্ষঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশায় ১৩ টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার জিংলাতুলি, ধীতপুর ও আমিরাবাদ বাসস্ট্যান্ডে এক কিলোমিটার সড়কে ১০ মিনিটের ব্যবধানে পর পর ৩টি স্থানে এ সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে। তবে এঘটনায় কেউ নিহত হয়নি। দুর্ঘটনার কারণে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। 
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে ৫টি বাস, ১টি এ্যাম্বুলেন্স,২টি প্রাইভেটকার,২টি ট্রাক, ১টি মাইক্রোবাস, ১টি কাভার্ডভ্যান এবং ১টি হ্যান্ড ট্রাক্টর রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। এর ফলে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার অ্যাম্বুলেন্স, ট্রাক ও অন্যান্য গাড়িগুলোর একটির সঙ্গে অপরটির ধাক্কা লাগে। সংঘর্ষে কয়েকটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় গাড়িতে আটকা পড়া চালক ও যাত্রীদের উদ্ধার করে দাউদকান্দি ফায়ার সার্ভিস। 
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠানো হয়। সেখানে ১২ জনকে চিকিৎসাসেবা দেয়া হয়। অন্যন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল আফসার জানান, ঢাকামুখী লেনে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার কারণেই এসব দুর্ঘটনা।  সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
অপরদিকে গৌরীপুর বাজারে এক পথচারী কে হ্যান্ড ট্রাক্টর চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
কুমিল্লার সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সাথে নিয়ে আহতদের উদ্ধার করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছেন।














সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২