শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১
‘দুর্নীতি সম্পর্কিত আইন ও সচরাচর জিজ্ঞাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪১ এএম আপডেট: ১৯.০২.২০২৫ ১:৪৯ এএম |


‘দুর্নীতি সম্পর্কিত  আইন ও সচরাচর জিজ্ঞাসা’ গ্রন্থের  মোড়ক উন্মোচনকুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা নার্গিসের আইন বিষয়ক মৌলিক এবং গবেষণা ধর্মী ' দুর্নীতি সম্পর্কিত আইন ও সচরাচর জিজ্ঞাসা ' গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লার সম্মেলন কক্ষে। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে স্পেশাল জজ ও সিনিয়র জেলা জজ মোঃ মহসিনুল হক,
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১,২ এবং ৩ এর বিচারক (জেলা জজ) নাজমুল হক শ্যামল, রেজাউল করিম চৌধুরী, মোঃ সারোয়ার আলম,
কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত, কুমিল্লার সকল অতিরিক্ত জেলা জজসহ জজকোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্টের সকল জজ এবং ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন। 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তাগন অভিমত ব্যক্ত করেন যে বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা থাকলেও পদ্ধতিগত জ্ঞানের অভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে দুদকের তদন্তকারী কর্মকর্তা এমনকি আইনজীবীগনও এই আইনের প্রায়োগিক বিষয়ে অনেক ভুল করেন এবং বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েন। এই বিষয়ে বাংলাদেশে ভালো কোন আইনগ্রন্থও নেই। লেখক যেহেতু দীর্ঘদিন দুদকের প্রসিকিউশনে কাজ করেছেন সেহেতু তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে তিনি যে বই লিখেছেন তা দুর্নীতি এবং এ সংক্রান্ত আইনসহ দুর্নীতি দমন কমিশনকে এবং এর কার্যপরিধিকে বুঝতে যেকোনো ব্যক্তিকে সাহায্য করবে। বিচারক, আইনজীবী, দুদকের কর্মকর্তা-কর্মচারী,গবেষক, আইনের শিক্ষক -ছাত্র, বিভিন্ন সরকারি দপ্তর এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিসহ সাধারণ মানুষের জন্য এই গ্রন্থ অত্যন্ত কার্যকর হবে বলে সকলে অভিমত ব্যক্ত করেন এবং এমন শ্রমসাধ্য কাজের জন্য লেখককে ধন্যবাদ জানান।লেখক সাবরিনা নার্গিস জানান দীর্ঘদিন দুদকে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন শুধু পদ্ধতিগত ত্রুটি এবং সঠিক আইনের প্রয়োগের অভাবে বড় বড় দুর্নীতির ঘটনায় আসামিরা পার পেয়ে গেছেন। আসামিদের হাজার হাজার কোটি টাকা জরিমানা করার পরেও পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারনে এ বিপুল অর্থ অনাদায়ী থেকে যায় যার ফলে দেশ হারায় কোটি কোটি টাকা আবার দুর্নীতিবাজরা হয়ে উঠে আরও উৎসাহি এবং আগ্রাসী। এই তাড়না থেকে তিনি এই গ্রন্থ লিখেছেন।
বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা ইউপিএল(ইউনিভার্সিটি প্রেস লিমিটেড) হতে এই বই প্রকাশিত হয়েছে। ঢাকা বইমেলার ৫নং প্যাভিলিয়নে উক্ত গ্রন্থ পাওয়া যাচ্ছে,এছাড়াও রকমারি ডট কম, আমাজন এবং লন্ডনেও এর কপি পাওয়া যাচ্ছে। বইমেলা উপলক্ষে ইউপিএল উক্ত গ্রন্থের উপর ২৫% ছাড় দিয়েছে।
















সর্বশেষ সংবাদ
দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান
জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
কুমিল্লা সরকারি কলেজে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল তিন পদেই একক প্রার্থী
অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন
চলন্ত বাসে ডাকাতির ভয়ংকর বর্ণনা দিলেন যাত্রীরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২