নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা জামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা স্বজল বড়ুয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।