বুধবার
সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ২১
ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী
প্রকাশনা উৎসব আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। উপজেলার ডাক বাংলো সংলগ্ন মাঠে বাংলাদেশ
ইসলামী ছাত্র শিবিরের বুড়িচং উপজেলা শাখার আয়োজনে প্রথম বারের মত ঝাকঝমক
ভাবে এই প্রকাশনা উৎসব উদ্বোধন করা হয়েছে। ক্রেতারা আনন্দ উৎসবের মধ্য
দিয়ে প্রতিটি স্ট্রল ঘুরে ঘুরে পছন্দের বই সামগ্রী ক্রয় করছেন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ ছানা উল্লাহ রাসেল।
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য অধ্যাপক
মুহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ অহিদুর
রহমান,ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মুহাম্মদ আবু
তাহের, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক
মুহাম্মদ গিয়াস উদ্দিন, বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক, কুমিল্লা
জেলা ইসলামী ছাত্র শিবিরের অর্থ বিষয়ক সম্পাদক নেয়ামত উল্লাহ।
সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ ছফি উল্লাহ।
অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক
ইমরান বিন কাউছার, ব্রাহ্মণপাড়া উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি
মুহাম্মদ মোহিব উল্লাহ, সিদলাই সাথী শাখার সভাপতি শাকিল আহমেদ, দেবিদ্বার
পূর্ব সাথী শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম প্রমুখ।