শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১
বৃহত্তর কুমিল্লার ক্যাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মোহাম্মদ আলীম আখতার খান
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে রয়েছে
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ২০.০২.২০২৫ ১:৩২ এএম |

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে রয়েছে

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, আসন্ন রমজানে মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ভোগান্তির শিকার না হয় এব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে বাজারে ভোজ্যতেলের যে সরবরাহ সংকট রয়েছে তা আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে সারাদেশে স্বাভাবিক হয়ে যাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে রয়েছে রমজান উপলক্ষ্যে যাতে কোনো অসাধু ব্যবসায়ী পণ্যমজুদ করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সারাদেশে বাজার মনিটরিং সংক্রান্ত টাস্কফোর্সগুলোর অভিযান জোরদার করা হবে। বাজার নজরদারী করার জন্য ইতিমধ্যে সারাদেশে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে মানুষ সহজে সুলভে ন্যায্যমূল্য কোনো ধরনের ক্ষতিকর উপাদান ব্যাতিরেকে পেয়ে থাকে সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভোজ্যপণ্য বা ভোজ্যতেল যাতে এমন না হয় সেটা আমাদের কল্যাণ না করে অসুস্থতার কারণ হয়, আমাদের জীবনহানীর কারণ হয় অথবা আমাদের জন্য ক্ষতিকর উপাদান বয়ে আনে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। নিত্যপণ্য দাম কমানোর জন্য আমদানি সহজীকরণ ও শুল্ক কমানো হয়েছে। আরও শুল্ক কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার) ক্যাব নেতৃবৃন্দের সঙ্গে কুমিল্লা টাউনহলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে রয়েছে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা কমিটির সিনিয়র সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি জামিল চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, প্রোগ্রাম ম্যানেজার  ডা, রীনা রাণী পাল, কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহিদ চৌধুরী, (ক্যাব) কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম প্রমুখ।
এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মজুমদারসহ কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 












সর্বশেষ সংবাদ
দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান
জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
কুমিল্লা সরকারি কলেজে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল তিন পদেই একক প্রার্থী
অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন
চলন্ত বাসে ডাকাতির ভয়ংকর বর্ণনা দিলেন যাত্রীরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২