মুরাদনগর
প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে এক সন্তানের জননী ডলি রানী দেবীকে (২৬)
আত্মহত্যা করার প্ররোচনার ঘটনায় স্বামী ঝন্টু দেবনাথকে গ্রেফতারপূর্বক
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উপজেলার বাঙ্গরা
বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ
সূত্রে জানা গেছে, ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের
কড়ইবাড়ী গ্রামের অবনী দেবনাথের মেয়ে ডলি রানী দেবীর সাথে ২০১৭ সালে
কুমিল্লার মুরাদনগর উপজেলার হাটাশ গ্রামের অর্চনা দেবনাথের ছেলে ঝন্টু
দেবনাথের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছরের একটি ছেলে সন্তান
রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের
মধ্যে ঝগড়া চলছিল।পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার দুপুরে স্বামী দেবর,
শ^শুর ও শাশুড়ী মিলে ডলি রানী দেবীকে প্রচন্ড মারধর করে। পরে জানালার শিকে
লাশ বেধেঁ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ওইদিনবিকেলে প্রচারণা চালায়।
খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাঙ্গরা
বাজার থানার ওসি মোঃ মাহফুজুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, নিহত ডলি
রানী দেবীর ভাই পিন্টু দেবনাথ বাদী হয়ে স্বামী, দেবর, শ^শুর ও শ^াশুড়ীর
বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত স্বামী
ঝন্টু দেবনাথকে গ্রেফতার পূর্বক কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীদের
গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।