রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অবসর প্রাপ্ত
একজন শিক্ষককে পুষ্প শোভিত গাড়িতে অশ্রুসিক্ত বিদায় জানায় ছাত্রী-শিক্ষক ও
অভিভাবকরা। প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক (গণিত) হরিলাল দেবনাথ কে তার
শেষ কর্মদিবসে ওই রাজকীয় বিদায় দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার (১৯
ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে চান্দিনাস্থ বিদ্যালয় ও কলেজ থেকে ফুল সজ্জিত
প্রাইভেটকারে কুমিল্লা শহরে ওই শিক্ষকের বাসায় পৌঁছে দেন।
বিদ্যালয়
সূত্রে জানা যায়, ১৯৮৬ সালের ২৫ আগস্ট তিনি পাশর্^বর্তী দেবিদ্বার উপজেলার
মোহনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৪ সালের ৩১ জুলাই তিনি
চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ৩১ বছর ৬মাস
১৯ দিন তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। শেষ কার্যদিবসেও পাঠদান
করিয়েছেন তিনি।
বিদায় উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছাদেকুল ইসলাম কিরণ এর সভাপতিত্বে প্রধান
অতিথির বক্তৃতা করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিদ্যালয়ের গভার্নিং বডির সদস্য তপতী রাণী দে,
প্রভাষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আবু ইউনুছ, জিএম আজিজুল হক, নাঈম
সুলতানা, সামিনা জাফর রিনা, দশম শ্রেণির ছাত্রী তাসপিহা তাবাসসুম, সুমাইয়া
ইয়াছমিন, ফারিয়া আক্তার, সুপ্রিয়া রানী দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা
করেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউছার হোসেন।