বুধবার ১২ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১
কুমিল্লায় ক্ষুদ্র ব্যাবসায়ীর উপর হামলাকারী গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৯ এএম আপডেট: ২০.০২.২০২৫ ১:৩৩ এএম |




 কুমিল্লায় ক্ষুদ্র ব্যাবসায়ীর উপর হামলাকারী গ্রেফতারনিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্রর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি চক্র মওদুদ আবদুল্লাহ শুভ্র’র আইডি হ্যাক করে নানাভাবে ব্ল্যাক মেইলিং এর চেষ্টা করে আসছিল।তাদের বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার চেয়ে আসছিলেন।তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একাধিক অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার এজাহার নামীয় আসামী মহিউদ্দিন কে আটক করেছে পুলিশ। অন্য আসামীরা এখনো পলাতক রয়েছে। 
ভুক্তভোগী মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন,আসামীদের বিরুদ্ধে আমি দ্রুত বিচার আইনে মামলা করা হয় প্রাণনাশের হুমকি দিয়ে জখম করার জন্য এবং কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির জন্য, এছাড়া বিভিন্ন সময় জিডি করা হয়েছে।আসামি মহিউদ্দিন গ্রেফতার হওয়ায় তার অনুসারীরা আমাকে নানাভাবে হুমকি দামকি দিচ্ছে মামলা তুলে নেবার জন্য। আমি অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। এবং প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা দাবি করছি। 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিনুল ইসলাম বলেন,এজহার নামীয় অভিযুক্ত মহিউদ্দিন কে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতার করা হবে।














সর্বশেষ সংবাদ
স্ত্রীসহ সাবেক এমপি বাহারের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি - ভোগান্তিতে রোগী ও স্বজনরা
তাওবা ও ক্ষমা
কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্ত্রীসহ সাবেক এমপি বাহাউদ্দিনের ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
কুমিল্লায় সর্প দংশনে এক যুবক নিহত
চাঁদাবাজির অভিযোগে দেবিদ্বারের দুই ভুয়া সাংবাদিক খাগড়াছড়িতে গ্রেপ্তার
‘বিয়ের জন্য চাপ দেয়ায় খুন!’ গ্রেপ্তার ২
‘ফারজানা’ কাউন্টারে তালা ঝুলিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২