শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫
৯ ফাল্গুন ১৪৩১
কুমিল্লার আবুল ফজল মীরসহ ১৮’র নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ২০.০২.২০২৫ ১:৩৪ এএম |


কুমিল্লার আবুল ফজল মীরসহ ১৮’র নির্বাচনে দায়িত্বে থাকা  ৩৩ সাবেক ডিসিকে ওএসডিএকাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা তৎকালীন ৩৩ ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে; যারা বর্তমানে যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে তাদের ওএসডি করার আদেশ দিয়েছে। এ তালিকায় কুমিল্লার সাবেক জেলা প্রশাসক আবুল ফজল মীরের নামও রয়েছে। 
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন বলেন, ৩৩ কর্মকর্তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত এসব কর্মকর্তা ২০১৮ সালে উপসচিব ছিলেন। তারা ওই বছর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের সময় ডিসি হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালের দশম ও ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত ও সমমনারা বর্জন করে। তবে ২০১৮ সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করে নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার অভিযোগ ওঠে।
এদিন বিকালেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কর্মকর্তার বিষয়ে ব্যবস্থা আসছে বলে আভাস দিয়েছিলেন।
পিআইবিতে অনুষ্ঠিত তারুণ্যের উৎসবের সমাপনি পর্বে তিনি বলেন, যারা বিগত সময়ে ‘ফ্যাসিবাদের’ দোসর ছিল, দুর্নীতিসহ নানান ঘৃণ্য কাজে যুক্ত ছিল, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানুষের ভোটাধিকার লুন্ঠন করতে সরকার ও প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে। তাদের বিরুদ্ধে শীঘ্রই একটা ব্যবস্থা আসবে। একইভাবে সব পর্যায়ে থেকে এই ব্যক্তিগুলোকে বিচারের আওতায় আনা হচ্ছে।
নাহিদ বলেন, “ফ্যাসিবাদের দোসররা নানান জায়গায় রয়ে গেছে। আন্দোলনের সময় হয়তো আমরা ভিডিও ক্যামেরায় কিছু পুলিশকে অপরাধ করতে দেখেছি। কিন্তু পুরা রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিবাদী শক্তির নানা পক্ষ কাজ করেছে। এখনও ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদী প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তার ভিত্তিগুলো সমাজ ও রাষ্ট্রের নানান জায়গায় রয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান আছে।”
সরকারের পালাবদলের প্রেক্ষাপটে গত ৯ ডিসেম্বর দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের তিনটি নির্বাচনে নানা অভিযোগের বিষয়ে জানতে ৩০ জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ডেকেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।















সর্বশেষ সংবাদ
টেস্ট সিরিজে নেপালকে হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনার
এশিয়াকে মার্কিন জ্বালানি নির্ভর করতে আগ্রহী ট্রাম্প
লিবিয়া থেকে ফিরলেন ৫ বাংলাদেশি
জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
স্বচ্ছ ব্যালটে কাউন্সিলরদের ভোটে নির্বাচিতহবে মহানগর বিএনপির নতুন নেতৃত্ব
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
কুমিল্লার আবুল ফজল মীরসহ ১৮’র নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
প্রেমিকা নিয়ে ছেলে উধাও, পিতার লাশ ঝুলছে গাছে!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২