শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১
বার্নাব্যুতে এমবাপের রাত, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানসিটির বিদায়
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৬ এএম আপডেট: ২১.০২.২০২৫ ২:৫২ এএম |




   বার্নাব্যুতে এমবাপের রাত, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানসিটির বিদায়
মাদ্রিদে যাওয়ার আগেই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তার দলের জেতার সম্ভাবনা মোটে ১ শতাংশ। পরে সেই কথা ফিরিয়ে নিয়েছিলেন বটে। তবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠের অতীত তো আর ভুলে যাওয়া চলে না। গার্দিওলা নিজেও জানেন, এই দলকে থামানো কতটা কষ্টকর হতে পারে। 
সেটারই নতুন নজির গতকাল তিনি দেখেছেন বার্নাব্যুর সবুজ গালিচায়। এক কিলিয়ান এমবাপেকে থামানোর পর্যাপ্ত রসদই যোগাড় করতে পারেননি স্প্যানিশ এই কোচ। ফ্রেঞ্চ সেনসেশন এমবাপে পেয়েছেন হ্যাট্রিক। সিটির নিকো গঞ্জালেস ১ গোল করেছেন নয় আর তাতে বিধ্বস্ত এক মন নিয়েই ম্যানচেস্টারের ফ্লাইট ধরতে হচ্ছে গার্দিওলা শিষ্যদের। 
রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলের এই হারের ফলে চলতি মৌসুমে ইউরোপিয়ান অধ্যায় শেষ ম্যানসিটির জন্য। বিপর্যয়ের ঘূর্ণিপাকে থাকা দলটার জন্য একদিক থেকে এই হারটাই স্বস্তির। ইংলিশ ফুটবলে এখন পূর্ণ মনোযোগ দেয়ার সময় তার দলের।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষ হতে আক্ষরিক অর্থে সময় নিয়েছিল ৩৩ মিনিট। আগেই ১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ৩৩ মিনিটের মাঝে দুই গোল করে অ্যাগ্রিগেটের হিসেবে রিয়ালকে ৩ গোলে এগিয়ে নিয়ে যান এমবাপে। সেখান থেকে ফিরে আসা অসম্ভবই ছিল এক অর্থে। হয়ওনি সেটা। ৩-১ গোলের হার এবং ৬-৩ অ্যাগ্রিগেট ফলাফল শেষ হয় ম্যাচ। 
ম্যাচের ৫ মিনিটের মাথায় নিজেদের অর্ধ থেকে রাউল অ্যাসেনসিও বল বাড়ান কিলিয়ান এমবাপের উদ্দেশ্যে। গোলটা তিনি করেছেন একেনারেই চিরচেনা ঢঙে। গায়ে গায়ে লেগে থাকা দুই ডিফেন্ডারকে ছিটকে এমবাপর মাপা এক চিপ। সিটি গোলরক্ষক এদেরসনের মাথার ওপর দিয়ে যাওয়া বলটা রিয়ালকে এগিয়ে দেয় ১-০ গোলে। 
খানিক পরেই সিটির বিপদ আরও বাড়িয়ে ইনজুরিতে মাঠ ছাড়েন জন স্টোনস। এটারই সুযোগ নিয়ে একের পর এক আক্রমণে সিটির নাভিশ্বাস তুলে ছাড়ে রিয়াল আক্রমণভাগ। যার ফল আসে ৩৩ মিনিটে। নিজের ও দলের দ্বিতীয় গোল করে সিটির বিদায় অনেকটাই নিশ্চিত করে দেন এমবাপে।  
বিরতির পরও ম্যাচের স্ক্রিপ্টে কোনো পরিবর্তন আসেনি। ম্যানসিটির বিদায়টা তখন কেবল সময়ের অপেক্ষা। তবে এমবাপের জন্য ম্যাচটা ছিল বিশেষ কিছু। ফ্রেঞ্চ তারকার দুরন্ত ফর্মের ফল রিয়াল পায় ৬১ মিনিটে। নিজের হ্যাটট্রিক পূরণ করেন রিয়ালের নাম্বার নাইন।
শেষ দিকে সিটির নতুন সাইনিং নিকো গঞ্জালেস একটি গোল শোধ করেন। কিন্তু তা দিয়ে রিয়ালের বিপক্ষে স্কোরশিট সমৃদ্ধ করার বাইরে আর কিছুই করতে পারেনি ম্যানসিটি।














সর্বশেষ সংবাদ
দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান
জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
কুমিল্লা সরকারি কলেজে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীণ বিএনপি নেতা আব্দুল হক আর নেই
কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল তিন পদেই একক প্রার্থী
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২