চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদ গুণবতী ইউনিয়ন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গুণবতী স্কয়ার হসপিটালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের সেক্রেটারী দ্বীল মোহাম্মদ দিলু, অর্থ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া। গুণবতী ইউনিয়ন পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউর রহমান বেলালের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের পল্লী চিকিৎসকবৃন্দ। পরে সর্বসম্মতিক্রমে গুণবতী ইউনিয়ন পল্লী চিকিৎসক পরিষদের কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; সভাপতি মোঃ আলম, সেক্রেটারী মতিউর রহমান বেলাল, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সোহেল। উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নুরুজ্জামান, মাহবুবুল হক, নাছির উদ্দিন, আলী ইকবাল। সহ-সভাপতি মোঃ দুলাল, মোঃ সহিদ উল্লাহ, মজিবুর রহমান, সহ-সেক্রেটারী মোঃ ইসমাইল, মোঃ সিফাত, আলী হোসেন, সহ-অর্থ সম্পাদক আতিকুল ইসলাম, আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ শিপন, মোঃ মোশারফ, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম আজিম, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন।