শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১
রমজানের আগে ৯ ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ২১.০২.২০২৫ ২:৫৩ এএম |


 রমজানের আগে ৯ ভোগ্যপণ্যের আমদানি বেড়েছেপ্রতিবছর রমজান ঘিরে নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। হু হু করে বাড়ে দাম। ব্যবসায়ীদের কারসাজি ও কৃত্রিম সংকট তৈরি হয়। ঘাটতি দেখা দেয় সরবরাহের। আসন্ন রমজান ঘিরে অতিপ্রয়োজনীয় ৯টি ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে- চিনি, সয়াবিন তেল, ডাল, মটর, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা ও খেজুর।
চলতি অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এসব পণ্যের আমদানি সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। যেখানে গড় আমদানি প্রবৃদ্ধি ৩৯ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এ প্রবৃদ্ধি বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও পণ্যের দাম সহনীয় রাখতে সহায়ক হবে।
চলতি অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি এই চার মাসে চিনি আমদানি ২০ শতাংশ বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর-জানুয়ারি সময়ে পণ্যটির আমদানি ছিল ৩ লাখ ৭৮ হাজার ২৬৫ মেট্রিক টন। যা চলতি অর্থবছরের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৩৪ মেট্রিক টন।
সয়াবিন তেলের আমদানি ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৮ হাজার ২৫২ মেট্রিক টন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪ লাখ ৪৭ হাজার ৮২০ মেট্রিক টন। ডাল জাতীয় পণ্যের আমদানি ৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৩৭ মেট্রিক টন। আগের অর্থবছরের চার মাসে যার পরিমাণ ছিল ১ লাখ ৯ হাজার ৩৭৮ মেট্রিক টন।
চলতি অর্থবছরের অক্টোবর-জানুয়ারি সময়ে ছোলা আমদানি ৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫৫৫ মেট্রিক টন। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫৯ হাজার ৩২৯ মেট্রিক টন। মটর ডাল আমদানি ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৪৫ মেট্রিক টন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল এক লাখ ৯ হাজার ৪৯১ মেট্রিক টন।
অক্টোবর-জানুয়ারি সময়ে পেঁয়াজ আমদানি ২ শতাংশ বেড়েছে। আলোচিত সময়ে ২ লাখ ৮০ হাজার ৬১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ লাখ ৭৫ হাজার ১৪৮ মেট্রিক টন।
রসুন আমদানি ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৮১ মেট্রিক টন। যা গত অর্থবছরের অক্টোবর-জানুয়ারিতে ছিল ৫০ হাজার ৯৯৫ মেট্রিক টন। এসময়ে খেজুরের আমদানি ২০ শতাংশ বেড়ে ৬১ হাজার ৩৮১ মেট্রিক টন আর আদার আমদানি ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ৫২ হাজার ৫১৫ মেট্রিক টন।
এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এই ৯টি পণ্যসহ ১১ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়ে সার্কুলার জারি করে। রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও সরবরাহ নির্বিঘ্ন রাখতে আমদানির ক্ষেত্রে লেনদেন সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।
এসব পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। গত ৬ নভেম্বর এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়, ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে শূন্য মার্জিনেও এসব পণ্যের এলসি করা যাবে। এসব পদক্ষেপে সংশ্লিষ্ট পণ্যগুলোর আমদানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
















সর্বশেষ সংবাদ
দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান
জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডানের
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
কুমিল্লা সরকারি কলেজে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আলুর দরপতন নিয়ে শঙ্কিত কুমিল্লার কৃষক
আজ লাকসামে আসছেন মির্জা ফখরুল
কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিল তিন পদেই একক প্রার্থী
অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন
চলন্ত বাসে ডাকাতির ভয়ংকর বর্ণনা দিলেন যাত্রীরা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২