বিএনপির
ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ঐক্যের কোন বিকল্প নেই। আজ যারা
ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য
কাজ করতে হবে। গতকাল কুমিল্লার লাকসাম জংশন স্টেডিয়ামে বিএনপি আয়োজিত
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের
প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে বরকত উল্লাহ বুলু বলেন, ৫ আগস্ট
গণআন্দোলনে হাসিনা যখন পালিয়ে গেলো এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে সমর্থন দিয়েছিলেন। বিপদে
বিএনপি আপনার পাশে দাঁড়িয়েছে। হাউস অব কমন্সে বেগম খালেদা জিয়া আপনার পক্ষে
কথা বলেছেন। যেখানে হাসিনা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে।বিএনপি ড.ইউনূসকে
তার নোবেল প্রাইজের জন্য নাগরিক সংবর্ধনা দিয়েছে। আর শেখ হাসিনা ড.ইউনুসের
বিরুদ্ধে মামলা দিয়েছে। বিশ্ববাসীর কাছে অপমান করেছে। এই মুহূর্তে দেশকে
বাঁচাতে হলে জাতীয় নির্বাচন দরকার। স্থানীয় সরকার নয়; আগে জাতীয় নির্বাচন
আগে হতে হবে। নয়তো দেশের মানুষ এসব মেনে নিবে না। নির্বাচিত সরকারের হাতে
ক্ষমতা দিয়ে ইতিহাস সৃষ্টি করুন।
বরকত উল্লাহ বুলু বলেন, এই লাকসামে গুম
খুনের রাজনীতি শুরু করে শেখ হাসিনার মন্ত্রী তাজুল ইসলাম। এখানে বহু
নেতাকর্মী আহত হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছে। এমন কোন নেতাকর্মী নেই যাদের
বাড়িঘরে হামলা হয়নি। মামলা হয়নি। এখানে বাবার জানাযার নামাজ পড়তে দেয়া
হয়নি। এই আন্দোলনে বিএনপির ৮ শতাধিক নেতাকর্মী আহত ও নিহত হয়েছে।
তিনি বলেন, যারা দেশের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা রণাঙ্গনে বীর যোদ্ধাদের স্বীকার করে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই।