বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বলেছেন, এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। ইসলাম কেবলমাত্র মুসলমান কিংম্বা বাংলাদেশের জন্য নয়। বরং সমগ্র বিশ্বে সৃষ্ট মানবজাতির জন্য। যেহেতু মহান আল্লাহ তায়ালা সকলকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পবিত্র কোরআন নাযিল করেছেন সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য। সেজন্য কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাদেশে নিরলসভাবে কাজ করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বলেন,আমরা দেশের মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণের জন্য কাজ করি। মানুষ আনন্দে থাকলে, সুখে থাকলে আমাদের আনন্দ, সুখ। আর মানুষ কষ্ট পেলে আমরা কষ্ট পাই। দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সকলের।
তিনি বলেন, এদেশ থেকে আমরা অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, দুর্নীতি-দু:শাসনের অবসান ঘটাতে চাই। সেজন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গড়তে হবে।কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে দুর্নীতি, দুর্বৃত্তায়নের অবসান ঘটবে।