জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সরকারি কলেজেও যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-2025 উদযাপিত হয়। দিবসের প্রথম প্রহরে রাত 12:01 মিনিটে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুর রহমান খান এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীসহ টাউন হলে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। তারপর কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহিদ মিনারে অধ্যক্ষ মহোদয় ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কলেজের সকল অনার্স বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে কলেজ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকাল 10:00 টা থেকে ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মোঃ ফখরুদ্দীন পিন্টুর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। কলেজ অধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এছাড়া আরো বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক জনাব নেছারুল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এ এইচ এম সফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক জনাব মোঃ জিয়াউর রহমান এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নূরুল বাশার। দিবসটির তাৎপর্য নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ রবিউল আলম খান। দোয়া শেষে অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও আলোচনা সভার সভাপতি জনাব মোহাম্মদ ওয়াজেদ আহসান সভার সমাপ্তি ঘোষণা করেন।