রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫
১১ ফাল্গুন ১৪৩১
বিগত ১৫ বছর আলেমরা সত্য কথা বলতে পারেননি
হাজীপুরা দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিলে সফিকুর রহমান সফিক
মনোহরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৩ পিএম |

বিগত ১৫ বছর আলেমরা সত্য কথা বলতে পারেননিকুমিল্লার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়নের হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২০তম বার্ষিক খতমে কোরআন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন বালামুছিবতসহ ফসলাদির ক্ষয়ক্ষতি থেকে উদ্ধার, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সার্বিক কল্যাণ, দেশ ও জাতির কল্যাণ ও মুক্তির জন্য খতমে কুরআন খতমে ইউনুছ খতমে তাহলীল, খতমে শেফা, দুরুদে নারীয়া ও  দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীরসাহেব মাওলানা খাজা মোহাম্মদ অলি উল্লাহ।

বিগত ১৫ বছর আলেমরা সত্য কথা বলতে পারেননিমাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, দৈনিক আজকের জীবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সফিকুর রহমান সফিক বলেন, বিগত ১৫ বছর আলেম-ওলামাগণ সত্য কথা বলতে পারেননি। সত্য কথা বলতে গিয়ে হয়েছেন বাঁধার সম্মুখীন ও নানা নির্যাতনের শিকার। আলেমদের অপমান-লাঞ্ছিত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা। আমরা সবসময় আলেমদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।

এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে মাদ্রাসার প্রত্যেক শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

বিগত ১৫ বছর আলেমরা সত্য কথা বলতে পারেননিমৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার দাতা সদস্য লায়ন মোঃ হারুন অর রশিদ।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল আলম বাচ্চু, মাদ্রাসার দাতা সদস্য মোঃ জহিরুল ইসলাম, সমাজ সেবক অহিদুর রহমান, হাফেজ শাহ আলম, বাংলাদেশ ডেন্টাল চিকিৎসক সোসাইটির সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মোঃ শাহজাহান মজুমদার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম এটিএম আব্দুল্লাহর সেজো ছেলে মামুনুর রশিদ।

মাহফিলে বিশেষ ওয়ায়েজিন ছিলেন, ঢাকা মধুবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ আল কাফী, মাওলানা রিয়াজ উদ্দিন।

মাদ্রাসার শিক্ষক মাওলানা আলমগীর হোসেন ও মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় মাহফিলে মাদ্রাসার সুপার মাওলানা মুনিরুজ্জামান, সহ-সুপার মাওলানা আব্দুল আউয়ালসহ অত্রাঞ্চলের শতশত আলেম ও মুসুল্লিগণ অংশগ্রহণ করেন।












সর্বশেষ সংবাদ
মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়
তারেক রহমানকে প্রধানমন্ত্রী না করার ষড়যন্ত্র চলছে
কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপ জাতীয় কমডেকায় তাঁবু কলায় গৌরব পতাকা অর্জন
চৌদ্দগ্রামে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভাংচুর
দুর্নীতি-দু:শাসনের অবসান ঘটাতে চাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীণ বিএনপি নেতা আব্দুল হক আর নেই
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনার
যেখানে দুর্নীতি-দু:শাসন সেখানে আমাদের যুদ্ধ
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২