রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫
১১ ফাল্গুন ১৪৩১
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে হেডমাস্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৩ পিএম |

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে হেডমাস্টার  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকুমিল্লার "মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের" আয়োজনে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবুল খায়ের মিয়া স্মৃতি অর্ধ লক্ষ টাকা  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শনিবার (২২ফেব্রুয়ারী) বিকাল ৪টায় স্থানীয় মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।

এসময় তিনি বলেন  -খেলা ধুলার মাধ্যমে ছাত্র ও যুব সমাজ মাদক,মোবাইল, সন্ত্রাস এবং জঙ্গিবাদসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকে।মনোহরগঞ্জে আমার চাকুরী ও দায়িত্ব। তাই এ উপজেলার প্রতিটি মানুষকে নিয়ে আমরা ভালো থাকতে চাই।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে নগদ অর্ধ লক্ষ টাকা কাপ ফুটবল টুর্নামেন্টের যে চমৎকার ও সুশৃঙ্খল শুরু হয়েছে।আমি আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে হেডমাস্টার  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনতিনি বলেন -আজকের খেলার দর্শক দেখে আমি অভিভূত। খেলার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা রয়েছে, তবে আমাদের দেশের ক্রীড়াঙ্গনকেও রাজনীতির বেড়াজালে আবদ্ধ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে একটি মহল।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা আবদুল খালেক মোল্লার সভাপতিত্বে  ও সাবেক ছাত্রনেতা মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জরুল আলম মজনু, যুগ্ম আহবায়ক এস এম মুনসুর, মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি  ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহজাহান বিএসসি, মরহুম মাস্টার আবুল খায়ের মিয়ার স্ত্রী সাইমুম আক্তার প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন যুবদল যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান কামরু, বাহারুল আলম বাবর, ছাত্রনেতা নুর মোঃ মেহেদী, বি এইচ সেহান, বাপ্পি,মিনার,সাকিল, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য ডাঃ নজরুল ইসলাম ফিরোজ, শিব্বির আহম্মেদ,জাহাঙ্গীর আলম মিয়াজি, পেয়ার আহম্মেদ,জহিরুল ইসলাম, হাবিবুর রহমান, সাইফুল ইসলামসহ অনেকে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে মনোহরগঞ্জ শহীদ জিয়া স্মৃতি একাদশ বনাম শ্রীপুর স্পোর্টিং ক্লাব লাকসাম।












সর্বশেষ সংবাদ
মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়
তারেক রহমানকে প্রধানমন্ত্রী না করার ষড়যন্ত্র চলছে
কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপ জাতীয় কমডেকায় তাঁবু কলায় গৌরব পতাকা অর্জন
চৌদ্দগ্রামে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভাংচুর
দুর্নীতি-দু:শাসনের অবসান ঘটাতে চাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীণ বিএনপি নেতা আব্দুল হক আর নেই
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনার
যেখানে দুর্নীতি-দু:শাসন সেখানে আমাদের যুদ্ধ
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২