“সোনালী জীবন, সুখের জীবন” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেটের পশ্চিম বাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মেট্রো অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) ফিতা কেটে নাথেরপেটুয়া মেট্টো নতুন অফিসের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নাঙ্গলকোট মেট্টো এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ি ও রাজনীতিক আবুল কালাম আজাদ, সোনালী লাইফের নাঙ্গলকোট মেট্টো এর ইউনিট ম্যানেজার মাওলানা মোঃ মাসুদ আলম। নাথেরপেটুয়া মেট্টো এর ইনচার্জ মাস্টার জহির উদ্দিনের সভাপতিত্বে ও মাস্টার নুরুন্নবীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীমাকর্মী, কর্মকর্তাসহ স্থানীয় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সোনালী লাইফের কার্যক্রম, গ্রাহক সেবা ও বীমাদাবী পরিশোধসহ সকল সেবা গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রদান করা হয়। এ সময় তিনি উপস্থিত বীমাকর্মী ও কর্মকর্তাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আধুনিক কার্যক্রম ও তাদের জনপ্রিয়তার কারণগুলো তুলে ধরেন।