আট
মাস আগে দাবা খেলতে খেলতে মারা যান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার
স্মৃতিতে পন পাওয়ার চেস ক্লাব আয়োজন করে ‘গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’। সেই টুর্নামেন্টের
উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপের শিরোপা জিতেছেন প্রয়াত জিয়ার ছেলে তাহসিন
তাজওয়ার জিয়া।
ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে
শিরোপা জয় করেন। সমান পয়েন্ট পেয়ে বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার সাকলাইন
মোস্তফা সাজিদ রানার-আপ হয়েছেন। সাড়ে ৬ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর
আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন তৃতীয় ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ
চতুর্থ হয়েছেন।
৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু
সুফিয়ান শাকিল পঞ্চম হয়েছেন। সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর
ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ষষ্ঠ, ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ সপ্তম ও
মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম অষ্টম হয়েছেন।
নবম রাউন্ডে তাহসিন
তাজওয়ার জিয়া মহিলা ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদের সাথে, ফিদেমাস্টার সাকলাইন
মোস্তফা সাজিদ আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ও ফিদেমাস্টার
মোহাম্মদ জাভেদ স্বর্নাভো চৌধুরীর সাথে ড্র করেন।