২১
ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এ ১৯৫২’র মহান
ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলা
ক্যাম্পাসে সকাল ১০ঃ৩০ মিনিটে শিক্ষক, চিকিৎসক, দেশি-বিদেশী ছাত্র-ছাত্রী
এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে স্থাপিত শহীদ
মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে ১ মিনিট দাঁড়িয়ে
নিরবতা পালন করা হয়।
এছাড়াও ইস্টার্ন মেডিকেল কলেজে মহান একুশের স্মরণে
শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব
করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
ড. শাহ্ মোঃ সেলিম। আলোচনায় অংশগ্রহণ করেন অত্র কলেজ হাসপাতালের নির্বাহী
পরিচালক জনাব জাহাঙ্গীর ভূঁইয়া, সাবেক পরিচালক (হাসপাতাল) ও বিভাগীয় প্রধান
অনকোলজী বিভাগ অধ্যাপক ডাঃ মোঃ খোরশেদ আলম, মেডিসিন বিভাগের সহকারী
রেজিষ্ট্রার ডাঃ অপূর্ব দাস, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস সহ সকল
শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, ছাত্র-ছাত্রী ও
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।