প্রদীপ মজুমদার :
যানজটে
আটকে থাকা জামায়াত আমিরের গাড়ি বহরকে সাইড করে দিতে গিয়ে বাস চাপায় নিহত
কুমিল্লার লালমাই উপজেলার সৈয়দপুরের জামায়াত কর্মী জসিম উদ্দীনের পরিবারের
দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২২ ফেব্রুয়ারি)
সন্ধ্যায় নিহত কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারকে এই আশ্বাস দেন বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।
সাক্ষাতকালে আমীরে জামায়াত
নিহত কর্মীর বড় ছেলে আবু বকর ছিদ্দিক (১৫) ও মেঝো ছেলে আলী আহসানের (১৩)
হাতে প্রাথমিক অনুদানের একটি খাম হস্তান্তর করেন।
এসময় নিহত কর্মীর তিন
বছরের শিশু সন্তান কে কোলে নিয়ে আমীরে জামায়াত ঘোষণা করেন, এখন থেকে এই
শিশু সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে কর্মক্ষম না হওয়া পর্যন্ত পরিবারটির সকল
সদস্যের পুরো দায়িত্ব নিলো জামায়াতে ইসলামী। ইনশাল্লাহ।
নিহতের স্ত্রীর
উদ্দেশ্যে তিনি বলেন, আপনি মন খারাপ করবেন না। এই পৃথিবী থেকে আমরাও একদিন
চলে যাবো। তিনি ভালো কাজের উপরে থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে শহীদ
হিসেবে কবুল করুক।
পরে গ্রামবাসীর উদ্দেশ্যে আমীরে জামায়াত বলেন, আমি
জানি আপনারা সবাই শোকাহত। আল্লাহ তায়ালা আপনাদের শোকের ভার বহন করার তাওফিক
দান করুক। আমাদের ভাই সম্মানিত জসিম উদ্দিন রহিমাহুল্লাহ গতকালকে
(শুক্রবার) আমাদের লক্ষীপুর সফরে যাওয়ার পথে সহযোগি হিসেবে কাজ করতেছিলেন।
অজানা একটি দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। আমি লক্ষীপুর যাওয়ার পর তার মৃত্যুর খবর পেয়েছি। কর্মসূচি
শেষে আমি হাজীগঞ্জ হয়ে ঢাকা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু নিহতের শিশু
সন্তানদের মুখ না দেখে আমি কোনভাবেই ঢাকা যেতে পারছিলাম না। আমি তাঁর
পরিবারের সকলের সাথে কথা বলেছি। এই পরিবারের দায়িত্ব জামায়াত ইসলামী
নিয়েছে। আজকে অল্প কিছু টাকা হাতে তুলে দিয়েছি। প্রতি মাসের ১ তারিখে
আমাদের সামর্থ অনুযায়ী তাদের হাতে তুলে দিবো। ইনশাল্লাহ। তবে এইটা ঠিক আমরা
তাদের বাবাকে ফিরিয়ে দিতে পারবো না। নিশ্চয়ই তাদের নিয়ে বাবার অনেক স্বপ্ন
ছিল। আল্লাহ প্রিয় ভাইটির স্বপ্নগুলো পূরণ করে দিক।
শনিবার বাদ আছর
তিনি নিহত জামায়াত কর্মী জসিম উদ্দীনের কবর জেয়ারত করেন। এসময় উপস্থিত
ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী এটিএম
মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসাইন, কুমিল্লা মহানগর
জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও
কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত,
কুমিল্লা জেলা জামায়াতের আমীর এডভোকেট মো: শাহজাহান, সেক্রেটারী ড. সরওয়ার
উদ্দিন ছিদ্দিকী, জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সারওয়ার মজুমদার
কামাল, সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান এবং লালমাই উপজেলা
জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন।
এর আগে শুক্রবার (২১
ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই
উপজেলার সৈয়দপুর এলাকায় যানজটে আটকে থাকা আমীরে জামায়াতের গাড়ি বহরকে
ছাড়াতে গিয়ে ঢাকামুখী তিশা পরিবহনের একটি দ্রুতগতির বাস চাপায় প্রাণ হারান
স্থানীয় জামায়াত কর্মী জসিম উদ্দিন। শনিবার সকালে বাগমারা বালুর মাঠে
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।