রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫
১১ ফাল্গুন ১৪৩১
কুমিল্লায় পথসায় ডা. শফিকুর রহমান
দুর্নীতি-দু:শাসনের অবসান ঘটাতে চাই
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৮ এএম আপডেট: ২৩.০২.২০২৫ ২:০৯ এএম |


দুর্নীতি-দু:শাসনের অবসান ঘটাতে চাই কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশ থেকে আমরা অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, দুর্নীতি-দু:শাসনের অবসান ঘটাতে চাই। সেজন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গড়তে হবে। কোরআনের শাসন প্রতিষ্ঠা হলে দুর্নীতি, দুর্বৃত্তায়নের অবসান ঘটবে।
তিনি বলেন, কোনো অন্যায়ের সাথে আপোষ বা মাথানত নয়। অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, দুর্নীতি-দু:শাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। যেখানে দুর্নীতি, দু:শাসন, দুর্বৃত্তায়ন সেখানে আমাদের যুদ্ধ। সেখানেই আমাদের লড়াই।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সাংগঠনিক সফরে লক্ষীপুর যাওয়ার পথে লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায় এক পথসভায় বক্তৃতাকালে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান এ কথা বলেন। 
এসময় বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন,আমরা দেশের মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণের জন্য কাজ করি। মানুষ আনন্দে থাকলে, সুখে থাকলে আমাদের আনন্দ, সুখ। আর মানুষ কষ্ট পেলে আমরা কষ্ট পাই। দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সকলের। মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চাই।
 ডা. শফিকুর রহমান বলেন, বিগত শাসনামলে আমাদের ওপর অনেক অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আমাদের নিরপরাধ নেতারদের ওপর অনেক জুলুম-নির্যাতন এবং হত্যা করা হয়েছে। তাঁদের কি অপরাধ ছিলো?
আগামীদিনে বৈষম্যহীন রাষ্ট্র গঠণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থাকার জন্য পথসভায় লাকসামবাসীর প্রতি তিনি আহবান জানান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারী ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী  ড. সৈয়দ এ কে এম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারী মো. শহিদ উল্লাহ, জামায়াত নেতা অধ্যাপক মো. রেজাউল করিম, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জামায়াত নেতা এডভোকেট বদিউল আলম সুজন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা (দক্ষিণ) জেলার সেক্রেটারী ডা. শাহাব উদ্দিন হায়দারসহ জামায়াতে ইসলামী এবং  ছাত্রশিবিরের লাকসাম উপজেলা ও পৌরসভার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
















সর্বশেষ সংবাদ
মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়
তারেক রহমানকে প্রধানমন্ত্রী না করার ষড়যন্ত্র চলছে
কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপ জাতীয় কমডেকায় তাঁবু কলায় গৌরব পতাকা অর্জন
চৌদ্দগ্রামে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভাংচুর
দুর্নীতি-দু:শাসনের অবসান ঘটাতে চাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীণ বিএনপি নেতা আব্দুল হক আর নেই
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনার
যেখানে দুর্নীতি-দু:শাসন সেখানে আমাদের যুদ্ধ
তারেক রহমানকে প্রধানমন্ত্রী না করার ষড়যন্ত্র চলছে
বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি কুমিল্লা জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২