সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫
১২ ফাল্গুন ১৪৩১
ঊষা ফাউন্ডেশনের বার্ষিক শিক্ষা বৃত্তি ও শিক্ষা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৭ এএম |

   ঊষা ফাউন্ডেশনের  বার্ষিক শিক্ষা বৃত্তি ও  শিক্ষা সম্মাননা স্মারক  প্রদান অনুষ্ঠান
প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার পশ্চিম পেরুল ঊষা ফাউন্ডেশন এর উদ্যোগে অমর ২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারেও আন্ডারগ্রেড বৃত্তি প্রদান,মাধ্যমিক মেধা বৃত্তি প্রদান, প্রাথমিক মেধা বৃত্তি সহ তিনটি ধাপে ১৭ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করেছেন। এবছর নারী শিক্ষার ওই গ্রামের পথপ্রদর্শক দুজন নারী শিক্ষককে শিক্ষা সম্মাননা দেওয়া হয় পেরুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমিলা রানী বড়ুয়া,অপরজন জ্যোতিপাল মহাথের অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক পূর্ণিমা ভৌমিক। আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিতা দত্ত এর সঞ্চালনায় ও পঙ্কজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহম্মদ ইলিয়াস কাঞ্চন। 
সেরা শিক্ষক জুটি অধ্যাপক অম্লান কুসুম রায় ও অনিতা দত্ত তাদের গর্বিত সন্তান কানাডা প্রবাসী নীরা রায় এবং প্রতীক রায়ের সহযোগিতায় ২০১৭ সাল থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে ঊষা ফাউন্ডেশন। প্রয়াত শ্রী কান্তি রায়ের জ্যেষ্ঠ সন্তান অম্লান কুসুম রায়ের একটি ব্যক্তিগত উদ্যোগে সহধর্মিণী অনিতা দত্তের অনুপ্রেরণায়
জন্মলগ্ন থেকে দেবীকা স্মৃতি গ্রন্হাগার,ঊষা স্মৃতি পাঠাগার, বার্ষিক বৃত্তি প্রদান,ঊষা মেমোরিয়াল ক্লাস এবং বিভিন্ন ধরনের মানবিক সহয়তার কাজ করে যাচ্ছেন মানবিক এই সংগঠন। এছাড়া করোনা কালীন সময়ে গরীব অসহায় মানুষকে সহায়তা প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান সহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে এই ফাউন্ডেশন। 
এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম,এডভোকেট আরিফুর রহমান, ঝুমা সাহা, আমেনা বেগম প্রমুখ। 
উপস্থিত সকলে এবং বক্তব্যে ঊষা ফাউন্ডেশন এর সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন ঊষা ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাবে আমাদের এই এলাকা। এধরনের কাজে সকলকে সম্পৃক্ত থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানান।













সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে নির্বাচনের টার্গেট নিয়েই তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল
কুমিল্লার আদালতে বাদীকে পেটাল আসামিরা, আটক ২
ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
জাতীয় কমডেকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের বাজিমাত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা আদালতে মামলার বাদীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো আসামীরা, আটক দুই জন
তারেক রহমানকে প্রধানমন্ত্রী না করার ষড়যন্ত্র চলছে
চট্টগ্রামে পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার
বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি কুমিল্লা জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
ইলন মাস্ককে ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক চালুর আহ্বান প্রধান উপদেষ্টার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২