মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১
কুমিল্লায় ফ্রি চিকিৎসা সেবা নিয়ে মানুষের পাশে ব্র্যাক ব্যাংক এজেন্ট পার্টনার
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ২৪.০২.২০২৫ ৯:২৫ পিএম |

কুমিল্লায় ফ্রি চিকিৎসা সেবা নিয়ে মানুষের পাশে ব্র্যাক ব্যাংক এজেন্ট পার্টনার

ফ্রি স্বাস্থ্যসেবা নিয়ে কুমিল্লায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পার্টনার। নিজ দায়িত্বের বাইরে গিয়ে স্থানীয়দের স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং আউটলেটের পাঁচ বছরপূর্তি উদ্যাপন করেছেন তিনি। 
এই ব্যতিক্রমী উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পার্টনার সমাজের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে সমাজের প্রতি প্রত্যেক নাগরিকের দায়বদ্ধতাকে সকলের সামনে তুলে ধরেন।
৯ ফেব্রুয়ারি ২০২৫ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাগাইশ এজেন্ট ব্যাংকিং আউটলেটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই আউটলেটের মাস্টার এজেন্ট জালাল মিয়া ‘বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ বিতরণ’ শীর্ষক এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। যারা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন, তাঁদের জন্য নাগাইশ এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা এবং ওষুধপত্র বিতরণের মাধ্যমে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেন তিনি। এই ইভেন্টটি শুধু পাঁচ বছরপূর্তি উদ্যাপনই নয়, বরং সমাজের কল্যাণের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতিরও প্রতিফলন। এমন অনন্য উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম বলেন, “এমন মহতী উদ্যোগের জন্য আমরা জামাল মিয়া এবং তাঁর টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু সমাজের সর্বস্তরে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়াই নয়, বরং আমরা যে সমাজের মানুষের শারীরিক সুস্থতাকেও গুরুত্ব দিই, এই উদ্যোগটি তারই উদাহরণ।” নাগাইশ এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই চিকিৎসা সেবা কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব এবং এজেন্ট ব্যাংকিংয়ের কর্মকর্তারা। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই ব্যক্তিক্রমী উদ্যোগটি সফল হয়েছে।












সর্বশেষ সংবাদ
লন্ডনে গানে গানে দর্শক মাতালেন আসিফ আকবর
কুমিল্লায় ফ্রি চিকিৎসা সেবা নিয়ে মানুষের পাশে ব্র্যাক ব্যাংক এজেন্ট পার্টনার
রমজান মাসে নতুন অফিস সময় নির্ধারণ
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা আদালতে মামলার বাদীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো আসামীরা, আটক দুই জন
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লার আদালতে বাদীকে পেটাল আসামিরা, আটক ২
চট্টগ্রামে পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেফতার
ইলন মাস্ককে ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিঙ্ক চালুর আহ্বান প্রধান উপদেষ্টার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২