খেলাফত
মজলিস কুমিল্লা মহানগরী শাখার মজলিসে শুরার সাধারণ অধিবেশনে ২০২৫-২০২৬
সেশনের জন্য মহানগরী শাখা সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা ১ (দাউদকান্দি-
তিতাস) আসনে দেয়াল ঘরি প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা
সৈয়দ আব্দুল কাদের জামাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা ইলিয়াস
বিন হাশেম।
নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক
আব্দুল জলিল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জোন পরিচালক
ডাক্তার বোরহান উদ্দিন সিদ্দিক। এসময় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক
আব্দুল জলিল বলেন, দুর্নীতিসহ জুলুম-নিপীড়ন স্থায়ী নির্মূলে দেশের আমূল
সংস্কার প্রয়োজন, তবে তা সম্ভব একটি ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার
মাধ্যমে। কুরআন-সুন্নাহর বিধান ও খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে আমরা
বাংলাদেশে জনকল্যাণমূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই সকল অনাচার
চিরতরে দূরীভূত হয়ে যাক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতে
ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কুরআন সুন্নাহর বিধান বাস্তবায়নের বিকল্প নেই।
সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করবে এটা
খেলাফত মজলিস কামনা করে। মতভিন্নতা সত্ত্বেও নিজেদের মধ্যে গাঢ় হৃদ্যতার
সম্পর্ক থাকবে, কিন্তু ইসলাম ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য
নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। অতীতেও ফ্যাসিস্ট সরকার আলেম-উলামা ও
ইসলামী নেতৃবৃন্দকে মামলা-হামলা দিয়ে হয়রানি করে জেল হাজতে দিয়েছে।
বর্তমানেও তাদের দোসররা মামলা দিয়ে আলেম-উলামাকে হয়রানি করছে। খেলাফত মজলিস
কুমিল্লা মহানগরী সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম সেলিম ষড়যন্ত্রমূলক
মিথ্যা মামলায় অভিযুক্ত করে কারাগারে নিক্ষেপ করেছে। আমরা তার অবিলম্বে
মুক্তি চাই। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। অধিবেশনে ২৬সদস্য
বিশিষ্ট মহানগরী নির্বাহী কমিটি নির্বাচন করা হয়। সহ-সভাপতি: মাওলানা
জহিরুল ইসলাম সেলিম, মাওলানা আমির হামজা,হাফেজ মাওলানা আবদুস সালাম শরাফতি,
ডাক্তার আওরঙ্গজেব সেলিম, সহ-সাধারণ সম্পাদক: মাও. শাহাদাত হোসেন শাহীন,
সাংগঠনিক সম্পাদক: মাও, ফয়জুর রহমান মাসউদ, সহ সাংগঠনিক সম্পাদক: মাও.
মুস্তাক খান, বায়তুলমাল সম্পাদক: মাও, খোরশেদ আলম, সহকারী বায়তুলমাল
সম্পাদক: মাও, জাকির হোসেন, এরশাদ উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক: হাফেজ
মাওলানা আবুল কাশেম, ওলামা বিষয়ক সম্পাদক: প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি
ইয়াকুব, সহকারী উলামা বিষয়ক সম্পাদক: হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব শরাফতি,
যুব বিষয়ক সম্পাদক: মাও, এবিএম এমদাদ উল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর
রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক: অধ্যাপক মঞ্জুর হোসেন পপি, অফিস ও প্রচার
সম্পাদক মনির হোসাইন, নির্বাহী সদস্য: মাওলানা জসিম উদ্দিন, হাফেজ কারী
জামাল উদ্দিন, মাষ্টার হুমায়ন কবির স্বপন, মহিলা বিষয়ক সম্পাদিকা: নাসরিন
জামাল, উম্মে মাইমুনা, ফারজানা ইলিয়াসসহ অন্যান্যরা।