মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১
বাগমারায় যানজট নিরসন ও চারলেন সড়কের দাবিতে মানববন্ধন
প্রদীপ মজুমদার
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৪ এএম |


কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক সড়কের লালমাই উপজেলার বাগমারা বাজার অংশে যানজট নিরসন, দুর্ঘটনা রোধ, জনদুর্ভোগ এড়াতে দেড় কিলোমিটার এলাকা চারলেন সম্প্রসারণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী ও ব্যবসায়ীরা। 
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এক কিলোমিটারব্যাপী (বাগমারা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে সৈয়দপুর ইউটার্ন পর্যন্ত) এই মানববন্ধন কর্মসূচিতে সচেতন নাগরিক সমাজের পাশাপাশি বাগমারা উচ্চ বিদ্যালয়, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ও আল ইসরা মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা, বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 
বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন বলেন, আমরা শিক্ষার্থীরা আজকে মানববন্ধন করতেছি। দ্রুত সময়ে ফোরলেন সম্প্রসারণের কাজ শেষ না করলে আমরা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করবো। 
বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সেক্রেটারী কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, যানজটের কারণে বাগমারা বাজার অংশের ৩ মিনিটের সড়কটি পার হতে ৩০ মিনিট সময় লেগে যায়। তাই আজকে শিক্ষার্থীদের পাশাপাশি আমরা বসুন্ধরা শুভসংঘের বন্ধুরাও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।  
আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, আমার মাদরাসার সামনেই চারলেন থেকে দুই লেন সড়ক শুরু হয়েছে। সে কারণে আমরা প্রতিদিনই সড়ক দুর্ঘটনার স্বাক্ষী হচ্ছি। আমাদের শিক্ষার্থীরা মৃত্যুঝুঁকি নিয়েই সড়ক পারাপার হচ্ছে। গত শুক্রবার সন্ধ্যায় আমার মাদরাসার সামনেই যানজট নিরসন করতে গিয়ে বাস চাপায় জামায়াত কর্মী জসিম উদ্দীনের মৃত্যু হয়েছে।  
লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন বলেন- যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে বাগমারা বাজার এলাকার দেড় কিলোমিটার সড়ককে ফোরলেনে সম্প্রসারণ করতে বৃহত্তর বাগমারা সচেতন নাগরিক সমাজের পক্ষে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। আমরা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি দিবো। দাবী আদায় না হলে সড়ক অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা একজন ভাইকে হারিয়েছি। আর কোন ভাইকে হারাতে চাই না।
জামায়াত নেতা ইকবাল হোসেন ও নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন তালুকদার স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াদুদ তালুকদার, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, সহকারি শিক্ষক আবদুল করিম, আবদুল মমিন, রুবেল হোসেন, আল ইসরা মাদরাসার হিফজ শাখার প্রধান মাওলানা শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নোমান হোসেন, শিক্ষানুরাগী সোলাইমান মেহেদী, লালমাই উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী ও যুবদল নেতা মানিক প্রমুখ।  
উল্লেখ্য, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রকল্প শেষ হলেও ভুমি অধিগ্রহণে স্থানীয় লোকজনের বাঁধা ও ক্ষতিপূরণের টাকা নিয়ে মামলার কারণে লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকার ১.৬ কিলোমিটারসহ লালমাই ও লাকসাম উপজেলার মোট ৭.৯ কিলোমিটার অংশে দুই লেন রয়ে গেছে।













সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপি’র প্রথম সম্মেলন আজ
৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি অনুমোদন
লন্ডনে গানে গানে দর্শক মাতালেন আসিফ আকবর
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লায় ইন্টার্ন চিকিৎসকরা সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি জমা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লার আদালতে বাদীকে পেটাল আসামিরা, আটক ২
কুমিল্লায় ফ্রি চিকিৎসা সেবা নিয়ে মানুষের পাশে ব্র্যাক ব্যাংক এজেন্ট পার্টনার
৫ দফা দাবিতে কুমিল্লায় ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন
সহকারী জজ হিসেবে সুপারিশ পেলেন কুবির ২ শিক্ষার্থী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২