কুমিল্লার
লালমাই উপজেলায় দাখিল, এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র থাকলেও আলিম
পরীক্ষার কোন কেন্দ্র নেই। উপজেলা সৃষ্টির আট বছরেও হয়নি আলিম পরীক্ষা
কেন্দ্র। এই উপজেলার আলিম পরীক্ষার্থীরা কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭নং
ওয়ার্ডের চৌয়ারা ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিতে হয়। ঢাকা-চট্টগ্রাম
মহাসড়ক পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে ত্রিশ কিলোমিটার দূরের কেন্দ্রটিতে তারা আর
পরীক্ষা দিতে চাচ্ছে না। এবছর থেকে নিজ উপজেলার দাখিল পরীক্ষা কেন্দ্রে
অথবা শর্ত পূরণ করতে পারবে এমন একটি আলিম মাদরাসায় আলিম পরীক্ষা কেন্দ্র
স্থাপন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন পরীক্ষার্থীরা।
উপজেলা
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল মাদরাসা,
পরতি ফাজিল মাদরাসা, ফয়েজগঞ্জ আলিম মাদরাসা, বেতাগাঁও ইসলামিয়া আলিম
মাদরাসা, হলদিয়া উসমানিয়া মহিলা আলিম মাদরাসা, মোহনপুর আলিম মাদরাসা, ও
ভুশ্চি হাবিবিয়া মহিলা আলিম মাদরাসা থেকে এবছর ৩৫০জন পরীক্ষার্থী আলিম
পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী পরীক্ষার্থী।
ফয়েজগঞ্জ
আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিব উল্লাহ বলেন, আমার মাদরাসাটি
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। পরীক্ষা আয়োজনের জন্য
একটি ৪তলা ভবনসহ একাধিক একাডেমিক ভবন রয়েছে। কেন্দ্র স্থাপনের জন্য এই
মাদরাসাটি বিবেচনা করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।
যুক্তিখোলা
ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, পরীক্ষার্থীরা ঝুঁকি
নিয়ে ৩০ কিলোমিটার দূরের কেন্দ্রে যেতে চাচ্ছে না। পরীক্ষার্থীদের দাবীর
বিষয়টি আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি। উপজেলার
প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ে দাখিল পরীক্ষার
কেন্দ্রেই আলিম পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে বেশিরভাগ মাদরাসার প্রধানরা
এতমত হয়েছেন।
লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ
বলেন, উপজেলার দাখিল কেন্দ্রে আলিম কেন্দ্র স্থাপন করতে প্রয়োজনীয় উদ্যোগ
নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর চিঠি দিয়েছি। আশা করছি এবছর থেকে লালমাই
উপজেলার আলিম পরীক্ষার্থীরা নিজ উপজেলার কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে।
লালমাই
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এহসান মুরাদ বলেন, পরীক্ষার্থীদের দাবীর
প্রেক্ষিতে নিজ উপজেলায় কেন্দ্র স্থাপনের জন্য মাদরাসা শিক্ষা বোর্ডে চিঠি
দেওয়া হয়েছে। অনুমতি পেলে এবছর থেকেই আলিমের পরীক্ষা লালমাই-১ কেন্দ্রে
অনুষ্ঠিত হবে।