মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১
কুমিল্লা মহানগর বিএনপি’র প্রথম সম্মেলন আজ
ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান
শাহীন আলম
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৪ এএম |

 

  কুমিল্লা মহানগর বিএনপি’র প্রথম সম্মেলন আজ
কুমিল্লা মহানগর বিএনপির যাত্রা শুরুর পর কাল (২৫ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে দ্বিবার্ষিক সম্মেলন। বহুল প্রতীক্ষিত এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টা থেকে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। বিকাল ৪টার দিকে তারেক রহমান বক্তব্য রাখার কথা রয়েছে।  ইতোমধ্যে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নেতা-কর্মীদের মাঝে। শহরজুড়ে সাজ সাজ রব। সম্মেলনস্থল টাউনহল মাঠ থেকে শুরু করে আশপাশের এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। টানা হয়েছে ব্যানার-ফেস্টুন-পোস্টার।
কুমিল্লা মহানগর বিএনপির নেতৃত্বও ঘোষণা করা হয়ে এ সম্মেলন থেকে। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে তিনজনকে চূড়ান্ত করা হয়েছে। তাঁরা হলেন, সভাপতি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব। কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এসব তথ্য জানা গেছে। 
সম্মেলনে প্রধান বক্তা থাকবেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি থাকবেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির  আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। 
আসন্ন কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সন্ধ্যায় বলেন, সম্মেলনে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে দুই হাজার ৭২৭ জন কাউন্সিলর, চার হাজার প্রতিনিধিসহ প্রায় ২৫ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকাল ৪টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। আমরা অধির আগ্রহে নেতার বক্তব্য শোনার অপেক্ষায় আছি। তিনি আমাদেরকে দলীয় দিক নির্দেশনাও দিবেন। 
প্রসঙ্গত, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রার পর ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। ওই কমিটিতে উদবাতুল বারী আবুকে যুগ্ম আহ্বায়ক করা হয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালের ২৭ জুলাই মহানগর বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামান আমিরকে অব্যাহতি দেয় বিএনপি। পরে ২০২২ সালের ৩১ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে উদবাতুল বারী আবুকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
















সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপি’র প্রথম সম্মেলন আজ
৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি অনুমোদন
লন্ডনে গানে গানে দর্শক মাতালেন আসিফ আকবর
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লায় ইন্টার্ন চিকিৎসকরা সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি জমা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লার আদালতে বাদীকে পেটাল আসামিরা, আটক ২
কুমিল্লায় ফ্রি চিকিৎসা সেবা নিয়ে মানুষের পাশে ব্র্যাক ব্যাংক এজেন্ট পার্টনার
৫ দফা দাবিতে কুমিল্লায় ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন
সহকারী জজ হিসেবে সুপারিশ পেলেন কুবির ২ শিক্ষার্থী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২