কুমিল্লা
জেলার জলবায়ু নেটওয়ার্ক ঈঊঅ ঈঅঘ (ঈড়সসঁহরঃু ঊহঃবৎঢ়ৎরংব ধহফ অমৎড়বপড়ষড়মু
ভড়ৎ ঈষরসধঃব অপঃরড়হ ঘবঃড়িৎশ) এর বার্ষিক কর্মপরিকল্পনা ও কর্মশালা পল্লী
উন্নয়ন একাডেমী,কুমিল্লার আঃ মান্নান মজুমদার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে
। এতে সভাপতিত্ব করেন পেইজ এনজিওর নির্বাহী পরিচালক জনাব ইউনুস। বিশেষ
অতিথি ছিলেন জনাব রঞ্জন কুমার গুহ,পরিচালক (প্রকল্প), বার্ড। সহকারী
পরিচালক সালেহ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বার্ডের
মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্যে শিসউকের (শিক্ষা,
স্বাস্থ্য, উন্নয়ন কার্যক্রম) নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ
বলেন, ’’ কুমিল্লা জেলার ১৭টি উপজেলার এনজিওর অংশগ্রহনে জেলাভিত্তিক জলবায়ু
নেটওয়ার্ক বাংলাদেশে এই প্রথম। জলবায়ু পরিবর্তনে প্রতিষ্ঠানগুলোর একার
পক্ষে কাজ করা দুরূহ, এক্ষেত্রে সকলকে নিয়ে অগ্রসর হওয়া প্রয়োজন।’’
প্রধান
অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কুমিল্লাভিত্তিক
এনজিওদের এই নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী পদক্ষেপ। জলবায়ু
পরিবর্তন বর্তমান সময়ের সর্বাধিক আলেচিত একটি বিষয়, যার প্রভাব আমরা সকলেই
উপলব্ধি করতে পারছি। সম্প্রতি, কুমিল্লার বন্যা জলবায়ু পরিবর্তনের
ভয়াবহতার এক নজির। বাংলাদেশের জীবন-জীবিকা, স্বাস্থ্য, প্রায় সব ক্ষেত্রেই
জলবায়ু পরিবর্তন একটা হুমকি। বৈশ্বিক উষ্ণায়নে দায় কম হলেও দেশের ভৌগলিক
অবস্থান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও মাত্রাতিরিক্ত জনসংখ্যা-এসকল কারণে
বাংলাদেশ এর সবচেয়ে বড় ভুক্তভোগী। প্লাবনভূমির আধিক্যও এর অন্যতম। কারণ,
দেশের উল্লেখযোগ্য অংশ বছরের বেশিরভাগ সময় জুড়ে পানির নিচে থাকে। জলবায়ু
পরিবর্তনের ঝুঁকি উত্তরণে অভিযোজন ও প্রশমনে সরকার বেশকিছু ব্যবস্থা
নিচ্ছে, কিন্তু সার্বিকভাবে তা আমাদের জন্য যথেষ্ট নয়। এ লক্ষ্যে বেসরকারি
প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্টতা জরুরি।’’
কর্মশালায় অংশগ্রহণকারীরা
নেটওয়ার্কের কার্যবিধি নীতিগতভাবে অনুমোদন দেয় এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা
প্রণয়ন করেন। সমাপনী বক্তব্যে সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, জলবায়ু
পরিবর্তনে কুমিল্লা জেলার এই নেটওয়ার্ক সামনের দিনে ইতিবাচক ভূমিকা রাখবে।