“যুগান্তরের
মহীসোপানে যুক্তির জয়গান” এই স্লোগানকে ধারণ করে গতকাল ২৭ ফেব্রুয়ারী
বৃহস্পতিবার ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষ্যে জিয়া অডিটোরিয়ামে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসিডিএসের প্রধান পৃষ্ঠপোষক ও
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাসার ভূঞা।
বিশেষ অতিথি ছিলেন ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল মজিদ এবং
শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ইংরেজি বিভাগের
সহযোগী অধ্যাপক এবং ভিসিডিএস এর মডারেটর জুবাইদা নূর খান, বাংলা বিভাগের
সহযোগী অধ্যাপক এবং ভিসিডিএস এর এডিশনাল মডারেটর জনাব রতন আলী। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন অভিষেক কর, সভাপতি, ভিসিডিএস।
অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে শ্রদ্ধেয় অধ্যক্ষ ভিসিডিএস এর পথচলার নানা কৃতিত্বের প্রশংসা
করেন। তিনি উপস্থিত নতুন শিক্ষার্থীদের বিতর্কের চর্চার মাধ্যমে নিজেকে
শাণিত করার অনুপ্রেরণা দেন। ভিসিডিয়ানদের রুচিশীলতা ও মননশীলতার প্রশংসা
করেন।
আজকের আয়োজন উপলক্ষ্যে ভিসিডিএসের সদস্যরা রম্য বিতর্কের আয়োজন
করেন। যার মধ্যে ছিলো ‘প্ল্যানচ্যাট বিতর্ক’ ও সামাজিক যোগাযোগ মাধ্যম
বিষয়ক রম্য বিতর্ক। সাংস্কৃতিক পর্বে আরো ছিলো নৃত্য ও র্যাম্প শো।