কুমিল্লার বৃহত্তর কাচা বাজারের আড়ৎ বুড়িচং উপজেলার নিমসার বাজারে বুড়িচং উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর সমন্বিতভাবে অভিযান চালিয়েছে। এসময় নানা অনিয়মের অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৫ মার্চ) সকাল ৭ টায় কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাইকারি আড়তদারদের পাকা ভাউচার সংরক্ষণ ও বিক্রির সময় পাকা ভাউচার প্রদান করার জন্য কঠোর সতর্ক করা হয়েছে অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। অভিযানকালে কাচা শাক-সবজি ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় বিভিন্ন অনিয়মে ২ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে রমজান মাসব্যাপি বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে দৈনিক কুমিল্লার কাগজকে জানিয়েছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।