কুমিল্লা তিতাস উপজেলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার দুপুরে তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকায় সেনাবাহিনী ও গোয়েন্দা পুলিশের সমন্বিতদল বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী মোঃ রায়হান ও আনু মিয়াকে গ্রেফতার করে। এ সময় জিয়ারকান্দির আনু মিয়ার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে তিতাস থানায় হস্তান্তর করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, যৌথ বাহিনী অবৈধ অস্ত্রধারী মোঃ রায়হান ও আনু মিয়া কে গ্রেফতারে তিতাস থানায় হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, ১২ রাউন্ড কার্তুজ, ৪ টি চাপাতি, ১ টি রামদা, ১ টি পুলিশের ব্যবহৃত লাঠি, ৩ টি তিন ফুট পাইপ, ২ টি হ্যান্ড চেইন, ৪ টি চাইনিজ কুড়াল, ২ টি ছুরি, ১ টি কেচি, ১ টি চেইন চাইনিজ কুড়াল ও ২ পিস বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
ওসি মামুনুর রশিদ আরো জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আগের কোন মামলা নেই। তাদের বিরুদ্ধে কোন রাজনৈতিক সংশ্লিষ্টতাও পাওয়া যায়নি। তবে রায়হান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত এবং আনু মিয়ার বাড়িতে উদ্ধারকৃত 'অস্ত্র তৈরী করা হয়' এমন অবস্থায় পাওয়া গিয়েছে।
গ্রেপ্তারকৃত রায়হান জিয়ারকান্দি এলাকার শফিক মুন্সির ছেলে এবং আনু মিয়া একই এলাকার মৃত আব্দুস আমাদের ছেলে।