কুমিল্লার
লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত
রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর
পশ্চিম পাড়া থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা
হলেন, উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার
মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), রাসেলের ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া
গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন
(২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)। তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে
বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে
এলাকায় পোস্টার, ব্যানার সাঁটিয়েছেন। আর ইয়াকুব হোসাইন নিজেকে বাগমারা
দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায়
পোস্টারিং করেছেন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম
বলেন, যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া ৫ যুবক দত্তপুরের দুই প্রবাসীর
বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছেন। তাই তাদেরকে সেই ডাকাতির মামলায়
সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া
আটককৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে
একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য- গত বছরের ৬ ডিসেম্বর উপজেলার বাগমারা
উত্তর ইউনিয়নের দত্তপুরে দুই সহোদর প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছিল। সেই
সময়ে ডাকাতরা প্রবাসীদের ঘরের আলমিরার তালা ভেঙ্গে স্বর্ণলংকার, নগদ টাকা ও
মোবাইল নিয়ে যায়। প্রবাসীদের ভাই ও মাকে মারধর করে এবং পিতার পায়ের রগ
কেটে রক্তাক্ত জখম করে। ডাকাতির সেই ঘটনায় প্রবাসীদের পিতাকে ঢাকার একটি
বেসরকারি হাসপাতালে দেড় মাস ধরে আইসিইউতে রাখতে হয়েছে।