ব্রাহ্মণপাড়া
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার ১০ মার্চ দুপুরে
কৃষি অফিসের সামনে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে গ্রীষ্মকালীন তিল
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে
উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অনুষ্ঠান
পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা। এ সময় উপস্থিত
ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, উপজেলা
কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোখলেসুর রহমানসহ উপজেলা উপসহকারী কৃষি অফিসার ও
৫০ জন প্রনোদনা প্রাপ্ত কৃষক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।