কুমিল্লায়
ঘরের বাহিরে ওয়াশরোমে হাত-মুখ ধোয়ার সময় সর্প দংশনে সাগর ঘোষ নামক এক যুবক
নিহত হয়েছেন। গত রবিবার রাতে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীভল্লবপুর
(ঘোষপাড়া) এলাকায় এঘটনা ঘটে। এঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র
জানায়, রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় ৭.৩০ ঘটিকার সময় নগরীর ২২ নম্বর
ওয়ার্ডের শ্রীভল্লবপুর (ঘোষপাড়া) এলাকার তপন ঘোষের পুত্র সাগর ঘোষ (৩০)
ঘরের বাহিরে ওয়াশরোমে হাত-মুখ ধোয়ার সময় বিষধর সর্প দংশনে গুরুতর আহত হয়।
আশংকাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত ৯.৩০ ঘটিকার সময় কুমিল্লা মেডিক্যাল
কলেজ হাসপাতালে (কুমেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি লেখাপড়া শেষ করে চাকুরি খোঁজের পাশাপাশি টিউশনি করতেন বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।