নিজস্ব
প্রতিবেদক।। অতিরিক্ত দরে মুরগি এবং অননুমোদিত খাদ্যপণ্য বিক্রির অভিযোগে
কুমিল্লার রাজগঞ্জ ও নিউমার্কেটের ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে
টাস্কফোর্স। সোমবার কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার ও নিউমার্কেটে বাজার
তদারকি অভিযান পরিচালনা করে জেলা প্রমাসন, ভোক্তা অধিকার ও জেলা বাজার
মনিটরিং টাস্কফোর্স টি?ম।
অভিযানে রমজা?নকে ঘিরে ইফতা?রি সামগ্রী, শসা,
লেবু, মাছ, মাংস, ভোজ্যতেলসহ নিত্যপ?ণ্যের ওপর বাজার তদার?কি অ?ভিযা?নে
পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্র?য়ের তথ্য যাচাই করা হয়। এছাড়া ভোজ্যতে?লের
সরবরাহ, মজুদ প?রি?স্থি?তি ও সাপ্লাই চেইন ঠিক আ?ছে কিনা তাও তদার?কি করা
হয়। অ?ভিযা?নে মূল্য তালিকা প্রদর্শন না করায়, পাকা ভাউচার সংরক্ষণ না
করা,বেশি দামে মুরগি বি?ক্রি করা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং বিএসটিআই
অনুমোদন ছাড়াই ট্যাংক বা সফটড্রিংক পাউডার বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে মোট
৬ প্রতিষ্ঠান?কে ১০ হাজার টাকা জ?রিমানা করা হয়।
টাস্কফোর্সের অভিযানে
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম জেলা ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া এবং জেলা বাজার মনিটরিং
টাস্ক?ফোর্স টি?মের সদস্য আবুল হাসনাত বাবুল এবং আনোয়ার হোসেন চৌধুরীসহ
জেলা পুলিশের সদস্যরা।