কুমিল্লার সদর দক্ষিণে র্যাবের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আরমান হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চৌয়ারা ইউনিয়ের উলুরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মাহমুদুল হাসান বিকেল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আরমান হোসেন উলুরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আরমান হোসেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ২টি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান হোসেন জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। এঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলে বলে র্যাবের এই কর্মকর্তা জানান।
এর আগে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এক সংবাদ সম্মেলনে জানান, বিদেশী পিস্তল, পাইপগান ও গুলি কার্তুজসহ সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে দুই যুবককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দুইটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরী পাইপগান, ৬ রাউন্ডগুলি ও দুই রাউন্ড কার্তুজ।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মোঃ মামুন (৩৭)। তার বিরুদ্ধে ডাকাতিসহ ৪ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অপরজন চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার মনসুরাবাদ গ্রামের মোঃ আরিফ (৩১)। আরিফ বর্তমানে কুমিল্লা দাউদকান্দি উপজেলার তুজুরভাঙ্গা এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ সুপার জানান, তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি মামুন সড়কে ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আরিফ নৌ যান ডাকাত দলের সদস্য।